মুম্বই: বাড়িতে নয়, হাসপাতালে রয়েছেন অভিনেতা রাহুল রায়। ফিজিওথেরাপি ও স্পিচ থেরাপিতে সাড়া দিচ্ছেন অভিনেতা। বাড়ি ফেরার গুঞ্জন উড়িয়ে জানিয়ে জানালেন ’আশিকী‘ খ্যাত অভিনেতার জামাইবাবু রমীর সেন।
দিনকয়েক আগে ’এলএসি: লিভ দ্য ব্যাটেল ইন কার্গিল‘ ছবির শ্যটিংয়ে কার্গিলে ছিলেন রাহুল। সেখানেই অসু্স্থ হয়ে পড়েন তিনি। মস্তিস্কে রক্তক্ষরণ শুরু হয়। সেখানে থেকে তাঁকে উড়িয়ে আনা হয় শ্রীনগরে। তারপর মুম্বইয়ে নিয়ে আসা হয়। নানাবতী হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। এরপর গতকাল খবর ছড়িয়ে পড়ে তিনি হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। কিন্তু আজ সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তাঁর জামাইবাবু রমীর সেন। বলেছেন ’’ওই হাসপাতাল থেকে ওখার্ড হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে তাঁকে। কিন্তু বাড়ি ফেরেননি। সেখানে অভিনেতার ফিজিওথেরাপি, স্পিচ থেরাপি চলছে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তবে সেরে উঠতে অনেকটা সময় লাগবে।‘‘
কিন্তু কী করে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলেন রাহুল? এই প্রশ্নের উত্তরে রমীর সেন জানিয়েছেন ’’নিছক অবহেলার ফলেই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। শ্যুটিং শেষ হয়ে যাওয়ার পর কোনওমতেই রাহুলের কার্গিলে থেকে যাওয়া উচিত হয়নি। খুব শীগগির সবটা স্পষ্ট হয়ে যাবে। এখন আমরা চাইছি ও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক।‘‘
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে হাসপাতাল থেকে একটি ছবিও পোস্ট করেন রাহুল। তার অনুরাগীরাও চাইছেন দ্রুত সেরে উঠে কাজে ফিরুন রাহুল।
’এলএসি: লিভ দ্য ব্যাটেল ইন কার্গিল ছবির কাহিনী গালোওয়ান ঘাঁটি নিয়ে। ছবিতে মেজরের চরিত্রে অভিনয় করছিলেন রাহুল রায়। ১৯৯০ সালে বলিউডে মহেশ ভট্ট-র আশিকী ছবির হাত ধরে তার বলিউডে যাত্রা শুরু। তারপর একাধিক সুপারহিট ছবিতে দর্শক পেয়েছে তাঁকে। তার মধ্যে উল্লেখযোগ্য ছবির তালিকায় রয়েছে ’স্বপ্নে সাজন কে‘, ’জুনুন‘ প্রভৃতি।