কলকাতা: সাদা কালোয় পুরনো স্মৃতি। সোশ্যাল মিডিয়ায় নিজের প্রথম টেলিফিল্মের ছবি শেয়ার করে নিলেন অভিনেত্রী রাইমা সেন (Raima Sen)। সেই ছবিতে ছোট্ট রাইমাকে দেখে চেনাই দায়। কিন্তু রাইমার মনে ঝরঝরে সেই স্মৃতি। পরিচালক অসিত সেনের (Ashit Sen)-এর পরিচালনায় এই কাজটি করেছিলেন রাইমা।                                                                                                             


রাইমার লিখছেন, 'হিন্দি ও বাংলা ভাষায় মোট ১৭টি ফিচার ফিল্ম তৈরি করেছিলেন অসিত সেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছবি ছিল, দীপ জ্বেলে যাই (Deep Jweley Jai), উত্তর ফাল্গুনী (Uttar Falguni)। হিন্দির মধ্যে উল্লেখযোগ্য, মমতা (Mamta), খামোসি (Khamoshi), আনৌখি রাত (Anokhi Raat) ও সফর (Safar) ছবিগুলি পরিচালনা করেছেন।                                                                             


রাইমার এই ছবিতে বোন রিয়া আদুরে মন্তব্য করেছেন পুঁচকি করে। অনুরাগীরাও ভালবাসা উপচে দিয়েছেন রাইমার এই ছবিতে। ছবিতেই দেখা যাচ্ছে তাঁর অভিনীত টেলিফিল্ম। ছবির নাম ছিল সওগাত (Saugat)। ছবিতে দেখা যাচ্ছে, চোখে গাঢ় কাজল, ওপরের দিকে তাকিয়ে রয়েছেন রাইমা। তাঁর মুখে সারল্য। চোখে বিস্ময়।


আরও পড়ুন: Aditi Rao Hydari: সিদ্ধার্থের সঙ্গে প্রেমের সম্পর্ক স্বীকার? সোজাসাপ্টা অদিতি রাও হায়দারি


৩ ফেব্রুয়ারি জি ফাইভে দেখা যাবে রাইমা অভিনীত একটি নতুন সিরিজ। মুখোপাধ্যায় বাড়ির অন্দরমহলে লুকিয়ে থাকা রহস্য, একের পর এক মৃত্যু আর আত্মহত্যা.. এই সব মিলিয়েই এগিয়ে যাবে সিরিজের গল্প। জি ফাইভের ওয়েব প্ল্যাটফর্মে দেখা যাবে এই সিরিজ। রাইমা ও বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee) ছাড়াও এই সিরিজে রয়েছেন শান্তিলাল মুখোপাধ্যায় (Shantilal Mukherjee) , লাবণী সরকার (Laboni Sarkar), কিঞ্জল নন্দ (Kinjal Nanda), অঙ্গনা রায় (Angana Roy), হরিদাস চট্টোপাধ্যায় (Haridash Chatterjee), রুকমা রায় (Rooqma Ray), তুলিকা বসু (Tulika Basu) ও অন্যান্যরা।