কলকাতা: সাদা পোকাশে নরম রোদ, ছুটির মেজাজ। মলদ্বীপের নীল সমুদ্র ঘেঁষে তাঁদের ঘর। আর সেখানেই একরত্তিকে নিয়ে পাশ্চাত্য ধারায় নাচ করছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কখনও তাকে আদরে জড়িয়ে ধরছেন আবার কখনও খুদেকে কোলে নিয়ে পা মেলাচ্ছেন গানের তালে। সোশ্যাল মিডিয়ায় মা ছেলের ছোট্ট ভিডিও ভাগ করে নিলেন বাবা রাজ চক্রবর্তী।


সম্প্রতি মলদ্বীপ থেকে ছুটি কাটিয়ে ফিরেছেন রাজ, শুভশ্রী ও একরত্তি ইউভান। আপাতত একাধিক ছবির কাজ রয়েছে শুভশ্রীর হাতে। অন্যদিকে নিজের পরিচালনা ও বিচারকের দায়িত্ব নিয়ে ব্যস্ত রাজও। কিন্তু ছুটিযাপনের স্মৃতি এখনও তরতাজা তাঁদের মনে। সোশ্যাল মিডিয়ায় সেই সময়ের টুকরো ছবিই ভাগ করে নিলেন রাজ। সেখানে ছোট্ট ইউভানকে কোলে নিয়ে তার সঙ্গে বলড্যান্স করতে দেখা গেল নায়িকাকে। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাগ করে নিলেন রাজ। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সেই ভিডিও ভাগ করে নিলেন শুভশ্রীও।


সদ্য দুর্গাপুজো গিয়েছে। দিদি দেবশ্রীর বাড়ির পুজোয় সপরিবারে হাজির ছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ইউভানকে কোলে নিয়ে প্রতিমা চিনিয়েছেন, ঢাক বাজিয়েছেন, নাচও করেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন টুকরো টুকরো ছবি।


পুজোর সপ্তমীর একটি মিষ্টি ভিডিও শেয়ার করেছিলেন রাজ। সেখানে দেখা গিয়েছে, ঠাকুরের বেদিতে ছোট্ট ইউভানকে কোলে নিয়ে বসে আছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অবাক চোখে ঠাকুরের দিকে তাকিয়ে রয়েছে ইউভান। আর শুভশ্রী তাকে শিখিয়ে দিচ্ছেন, এটা মা দুর্গা.. এটা লক্ষী.. সরস্বতী.. কার্তিক.. গণেশ..। ক্যাপশানে রাজ লিখছেন, 'দুর্গাপুজো বাঙালিদের সবচেয়ে বড় পুজো। আমরা মা দুর্গার বাড়ি আসাকে উদযাপন করি। তোমার অবাক চোখ অনেক প্রশ্ন করছে ইউভান। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তুমি সব বুঝে যাবে।'


নবমীর সকালের আরও একটি ভিডিও শেয়ার করেছিলেন রাজ। সেখানে দেখা গিয়েছে, বাড়িতে বাজছে দেব-শুভশ্রী অভিনীত জনপ্রিয় গান 'ঢাকের তালে কোমর দোলে'। সেই গানের সঙ্গে পা মিলিয়েছেন শুভশ্রীও। আর টলোমলো পায়ে মায়ের সঙ্গে তাল মেলানোর চেষ্টা করছে একরত্তি ইউভান। এর আগে একটি ছোট্ট ভিডিও ভাগ করে নিয়েছিলেন রাজ। সেখানে দেখা যাচ্ছে, বিশাল এক ঢাক বাজাতে ব্যস্ত ছোট্ট ইউভান। সঙ্গে রয়েছেন শুভশ্রী। ঢাক বাজানো শেখাচ্ছেন তাঁকে।