কলকাতা: দর্শকদের ফের নতুন কিছু চমক দেবেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty), এই আন্দাজ ছিল আগেই। আর আজ সোশ্যাল মিডিয়ায় নতুন কাজের কথা ভাগ করে নিলেন পরিচালক স্বয়ং। পর্দায় আবার 'প্রলয়' সিরিজের নতুন গল্প নিয়ে আসছেন রাজ। তবে এই পর্দায় বড়পর্দা নয়, ওয়েব দুনিয়ার কাজ। ওয়েব সিরিজেই হবে 'আবার প্রলয়' (Abar Proloy)।


এই সিরিজের মুখ্যভূমিকায় থাকছেন শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee), ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty), জুন মাল্য (Jun Mallya), কৌশানী মুখোপাধ্যায় (Kaushani Mukherjee), সায়নী ঘোষ, (Saayani Ghosh), গৌরব চক্রবর্তী (Gaurav Chakraborty), দেবাশীষ মণ্ডল (Debashish Mondal), সোহিনী সেনগুপ্ত (Sohini Sengupta) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)।         


রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্টের ব্যানারে এই সিরিজ মুক্তি পেলেও, শোনা যাচ্ছে, এই সিরিজের প্রযোজনা করবেন শুভশ্রী স্বয়ং। এই প্রথম অন্য ভূমিকায় দেখা যাবে তাঁকে। অন্যদিকে রাজ এই সিরিজের খবর শেয়ার করে লিখেছেন, 'অ্যাকশন, ড্রামা, সাসপেন্স, এন্টারটেইনমেন্ট, পাওয়ার প্যাকড পারফরম্যান্স নিয়ে- প্রায় এক দশক প্রতীক্ষার পর সকলের চাহিদায়, একটি অনবদ্য কাস্টের সঙ্গে ফিরছে 'আবার প্রলয়'।                                                                                                                                                         


আরও পড়ুন: Top Entertainment News Today: ফের পরিচালনায় ঋদ্ধি সেন, বিরুষ্কার বিবাহবার্ষিকী, বিনোদনের সারাদিন


ডিসেম্বর মাস থেকে এই সিরিজের শ্যুটিং শুরু হওয়ার কথা। সুন্দরবনের নারীপাচার চক্রকে কেন্দ্র করে বয়ে যাবে এই সিরিজের গল্প। শাশ্বতর চরিত্র নিয়ে দর্শকদের মধ্যে স্বাভাবিক প্রত্যাশা তো রয়েছেন। প্রত্যাশা বাড়াচ্ছে ঋত্বিক, সোহিনী, সায়নী ও শুভশ্রীর মতো অভিনেতা অভিনেত্রীদের কাস্টিং। দর্শকদের প্রত্যাশা রাজ কতটা পূরণ করতে পারেন সেটাই দেখার।