কলকাতা: পরিপাটি করে পরা সাদা ধুতি, গায়ে হালকা রঙের পাঞ্জাবি। নবমীতে ছোট্ট ইউভান ধুতিতে রীতিমতো সাবলীল। 'ঢাকের তালে'-র সুরে পা মেলাল মা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। সাদা লাল শাড়িতে একরত্তির সঙ্গে তাল দিলেন মা শুভশ্রীও। আর সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাগ করে নিলেন রাজ চক্রবর্তী।
আজ নবমী। উৎসবের শেষ লগ্ন। কলকাতা থেকে জেলা নিজের মত করে সবাই গায়ে মাখছেন উৎসবের শেষ রেশটুকু। এই পুজোটা পরিবারের সঙ্গেই কাটালেন রাজ ও শুভশ্রী। ইউভানকে নিয়ে কেটে গেল তাঁদের সময়। কখনও ছেলেকে কোলে নিয়ে নাচে মেতে উঠলেন শুভশ্রী। কখনও আবার একরত্তিকে কোলে বসিয়ে চিনিয়ে দিলেন দুর্গা, লক্ষী, সরস্বতী, কার্তিক, গণেশকে। টুকরো টুকরো সেই সমস্ত সুখের মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন রাজ।
আজ কিছুক্ষণ আগেই নবমীর সকালের একটি ভিডিও শেয়ার করেছেন রাজ। সেখানে দেখা গিয়েছে, বাড়িতে বাজছে দেব-শুভশ্রী অভিনীত জনপ্রিয় গান 'ঢাকের তালে কোমর দোলে'। সেই গানের সঙ্গে পা মিলিয়েছেন শুভশ্রীও। আর টলোমলো পায়ে মায়ের সঙ্গে তাল মেলানোর চেষ্টা করছে একরত্তি ইউভান।
গতকালই একটি ছোট্ট ভিডিও ভাগ করে নিয়েছিলেন রাজ। সেখানে দেখা যাচ্ছে, বিশাল এক ঢাক বাজাতে ব্যস্ত ছোট্ট ইউভান। সঙ্গে রয়েছেন শুভশ্রী। ঢাক বাজানো শেখাচ্ছেন তাঁকে।
পুজোর সপ্তমীর একটি মিষ্টি ভিডিও শেয়ার করেছেন রাজ। সেখানে দেখা গিয়েছে, ঠাকুরের বেদিতে ছোট্ট ইউভানকে কোলে নিয়ে বসে আছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অবাক চোখে ঠাকুরের দিকে তাকিয়ে রয়েছে ইউভান। আর শুভশ্রী তাকে শিখিয়ে দিচ্ছেন, এটা মা দুর্গা.. এটা লক্ষী.. সরস্বতী.. কার্তিক.. গণেশ..। ক্যাপশানে রাজ লিখছেন, 'দুর্গাপুজো বাঙালিদের সবচেয়ে বড় পুজো। আমরা মা দুর্গার বাড়ি আসাকে উদযাপন করি। তোমার অবাক চোখ অনেক প্রশ্ন করছে ইউভান। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তুমি সব বুঝে যাবে।'
সদ্য ছুটি কাটিয়ে ফিরেছেন রাজশ্রী জুটি। সম্প্রতি ছোট্ট ইউভান ও স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে নিয়ে মলদ্বীপে পাড়ি দিয়েছিলেন রাজ ইনস্টাগ্রাম স্টোরিতে একটা আলাদা অ্যালবাম করে ফেলেছিলেন শুভশ্রী। সেখানে কেবলই মলদ্বীপে দিনযাপনের ছবি। সোশ্যাল মিডিয়ায় প্রায় প্রতিদিনই রোদমাখা ছবি আপলোড করতেন শুভশ্রী। মলদ্বীপের সমুদ্রে সময় পরিবারকে নিয়ে সময় কাটানোর ছবি। কম জাননি রাজও। সোশ্যাল মিডিয়ায় নীল সমুদ্রের ধারে এই ছবিটি শেয়ার করেছিলেন রাজ। একদিকে পরিচালনা অন্যদিকে বিধায়কের দায়িত্ব, দুইই সামলাচ্ছেন রাজ। কিন্তু তাঁর ফাঁকেও বের করে নিলেন পারিবারিক সময়। একরত্তি ও স্ত্রীকে নিয়ে বেরিয়ে পড়লেন সময় কাটাতে। সম্ভবত জীবনের সেরা সময়টি কাটাচ্ছেন শুভশ্রী, একদিকে কাজ অন্যদিকে পরিবার, সব মিলিয়ে নায়িকা এখন ভীষণ ভীষণ খুশি।