কলকাতা: দীপাবলির দিনই তাদের নতুন ছবির মুক্তির দিন ঘোষণা করল এসভিএফ। এই সংস্থার ব্যানারে যে রাজ চক্রবর্তী (Raj Chakraborty) কাজ করছেন, সেই কথা ইতিমধ্যেই সবার জানা। আর এবার, প্রকাশ্যে এল রাজ চক্রবর্তীর নতুন সেই ছবি মুক্তির দিন। ছবির নাম 'সন্তান'। মুখ্য ভূমিকায় রয়েছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty), ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty), শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly), অনুসুয়া মজুমদার (Anashua Majumdar), খরাজ মুখোপাধ্যায় (Kharaj Mukherjee), সোহিনী সেনগুপ্ত (Sohini Sengupta), অহনা দত্ত (Ahona Dutta)। পারিবারিক গল্পের মোড়কেই বাস্তবের কথা বলবেন রাজের এই ছবি, 'সন্তান'। 


আজ যে মোশন পোস্টার মুক্তি পেয়েছে সেখানে দেখা যাচ্ছে ঋত্বিক চক্রবর্তী ও মিঠুন চক্রবর্তীর মুখ। সঙ্গে উকিলের বেশে শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এই ছবির গল্প মূলত এক বাবা ও ছেলের সম্পর্কের গল্প। ছেলের বড় চাকরি আর বাবার অভাবের সংসার.. এই দুই বৈপরিত্যের মধ্যেই বাঁধা রয়েছে বাবা ছেলের এক অদ্ভূত সম্পর্কের গল্প। এই ছবিতে একজন আইনজীবীর ভূমিকায় দেখা যাবে শুভশ্রীকে যা ইঙ্গিত দিচ্ছে বাবা ছেলের মধ্যে কোনও আইনি লড়াই রয়েছে। 


ডিসেম্বরে এই ছবিটি মুক্তি পাচ্ছে বড়পর্দায়। প্রসঙ্গত, পুজোয় সময় এই বছর এসভিএফ থেকে কোনও ছবি মুক্তি পায়নি। অনেকেই প্রত্যাশা করেছিলেন, এসভিএফ থেকে এই বছর পুজোয় কোনও না কোনও ছবি আসবে। তবে তা হয়নি। তবে এবার শীতের ছুটিতে মুক্তি পাচ্ছে রাজ চক্রবর্তীর সন্তান। হিসেব বলছে, এই একই সময়ে মুক্তি পাওয়ার কথা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সসের নতুন ছবি 'খাদান'-এর। অর্থাৎ এবার শীতের ছুটিতে মুখোমুখি হবেন দেব ও মিঠুন। 


সোশ্যাল মিডিয়ায় এসভিএফের তরফ থেকে যে পোস্টার শেয়ার করা হয়েছে সেখানে লেখা হয়েছে, আঙুল ধরে হাঁটতে শেখানো যাকে…তার সঙ্গে হাঁটা আইনের পথে! অর্থাৎ পিতা ও পুত্রের মধ্যে আইনি লড়াই থাকবে। আগামীকাল মুক্তি পাবে এই ছবির ট্রেলার।


 






আরও পড়ুন: Prosenjit on Bohurupi: শিবপ্রসাদকে শাহরুখ খানের সঙ্গে তুলনা! 'বহুরূপী' দেখে আপ্লুত প্রসেনজিৎ


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে