কলকাতা: তিলোত্তমায় যখন পা রেখেছিলেন তিনি, তখন তাঁকে ঘিরে কত উচ্ছ্বাস, আনন্দ। সবাই যেন মুখিয়ে ছিলেন পরের দিন সকালের জন্য। কিন্তু শনিবার সকালে লজ্জার ছবি রয়ে গেল যুবভারতীতে। মেসি ম্যাজিক দেখতে এ দিন যুবভারতীতে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার দর্শক। কিন্তু লিওনেল মেসি (Lionel Messi) মাঠে আসার পরেই তাঁকে ঘিরে রইলেন VIP, মন্ত্রী ও অন্যান্যরা। ফলে দর্শকাসন থেকে দেখাই গেল না ফুটবলের কিংবদন্তিকে। অবশেষে মেসি যখন মাঠ ছাড়লেন, অনুরাগীরা দেখলেন আর কোনও আশা নেই ফের মেসি দর্শনের, তখন তাঁরা ফেটে পড়লেন ক্ষোভে। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে মেসিকে একবারের জন্য ও দেখতে না পাওয়ার আক্ষেপ ভুলতে কেউ চেয়ার উপড়ে ছুড়ে ফেললেন মাঠে, কেউ নিয়ে চলে গেলেন ফুলের টব বা ঘাসের কার্পেট। আর এই ডামাডোলের মধ্যেই হঠাৎ সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)-কে উদ্দেশ্য় করে! কিন্তু কেন? 

Continues below advertisement

জানা যাচ্ছে, মেসি মাঠ থেকে বেরিয়ে যাওয়ার পরে যখন মাঠে চলছে চূড়ান্ত বিশৃঙ্খলা, সেই সময়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি আপলোড করেন শুভশ্রী। সেখানে দেখা যাচ্ছে, মেসির পাশে দাঁড়িয়ে ছবি তুলেছেন তিনি। আরও একটি ছবিতে দেখা যাচ্ছে, মাঠের জায়ান্ট স্ক্রিনে দেখা যাচ্ছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। আরও একটি ছবিতে দেখা যাচ্ছে, সোফায় বসে রয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে তিনি ক্যাপশানে লিখেছেন, 'GOAT India tour-এ বাংলার ফিল্ম ফ্যাটারনিটির প্রতিনিধিত্ব করছি।' আর এই ছবি সোশ্যাল মিডিয়ায় শুভশ্রী আপলোড করতেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়।

যেখানে হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে মানুষ লিওনেল মেসিকে ভাল করে দেখতে পর্যন্ত পাননি, সেখানে তাঁর পাশে দাঁড়িয়ে ছবি তোলার সুযোগ পেয়েছেন.. এই বিষয়টাকে মোটেই ভালভাবে দেখেননি সাধারণ মানুষ। অনেকের মতেই, শুভশ্রীর থেকে মেসির অনেক বড় অনুরাগীরাই সেদিন স্টেডিয়ামে ছিলেন। কিন্তু একসঙ্গে ছবি তোলা তো দূরস্ত, মেসিকে গ্যালারি থেকে দেখতেই পাননি সাধারণ মানুষ। অনেকেই শুভশ্রীকে কটাক্ষ করে লিখেছেন, 'তৃণমূলের MLA-র স্ত্রী হওয়ার কারণেই এতটা প্রাধান্য পেয়েছেন শুভশ্রী।' অনেকে আবার কটাক্ষ করে লিখেছেন, শুভশ্রী ফুটবলের আদৌ কিছুই জানেন না। অথচ এমন একজন মানুষ মেসির পাশে দাঁড়িয়ে ছবি তোলার সুযোগ পেলেন কী করে? 

Continues below advertisement

এই কটাক্ষের মধ্যেই, শুভশ্রীর পাশে দাঁড়ালেন স্বামী রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। প্রথমেই তিনি স্বীকার করে নিয়েছে, গতকাল যুবভারতীতে যে ঘটনা ঘটেছে, সেটা ফুটবলপ্রেমী বাঙালির অসম্মান। পাশাপাশি তিনি জানান, তিনি চান দোষীরা শাস্তি পান। কিন্তু শুভশ্রীকে মেসির সঙ্গে ছবি পোস্ট করার জন্য যেভাবে ট্রোলিংয়ের শিকার হয়েছে, তাতে রীতিমতো আহত রাজ। অনেকে টাকা দিয়ে টিকিট কেটেও মেসিকে দেখতে পাননি, তার খেসারত কেন শুভশ্রীকে দিতে হচ্ছে, সেই প্রশ্ন রেখেছেন রাজ। পরিচালক লিখেছেন, 'শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে কতটুকু চেনেন আপনারা? অভিনেত্রী বলে তিনি মেসির ভক্ত হতে পারেন না? একজন মানুষের লিঙ্গ, পেশা, সম্পর্কের নিরিখে একাধিক সামাজিক পরিচয় থাকে। ঠিক তেমনই শুভশ্রী মা, কখনও বোন, কখনও স্ত্রী, কখনও অভিনেত্রী, কখনও বন্ধু, কখনও আবার কারও ফ্যান। সব কিছুর উপর তিনি একজন মানুষ।' রাজ আরও বলেন, 'পরিচিত মুখ বলে একজন অভিনেত্রীর শারিরীক গঠন থেকে, তিনি বিধায়কের স্ত্রী, তাঁর সন্তান - পরিবার সব কিছুই সমালোচনায় বিষয় হয়ে উঠছে। কেন? তিনি একজন নারী বলে?'

রাজ আরও জানিয়েছেন যে, যুবভারতীতে শনিবার যে ঘটনা ঘটেছে, তার জন্য ব্যক্তিগতভাবে ভীষণ আহত শুভশ্রী। রাজ আহবান জানিয়েছেন যে, ট্রোলিং কালচার না হয়ে, যে ঘটনা ঘটেছে তার সমাধান উঠে আসুক আলোচনার মাধ্যমে।