কলকাতা: টালিগঞ্জের সব গসিপ, গুঞ্জন, জল্পনার অবসান। চার হাত এক হল রাজ-শুভশ্রীর।
মঙ্গলবার বাইপাসের ধারে আনন্দপুরে পরিচালকের অ্যাপার্টমেন্টে বাগদান হয়। তারপর রেজিস্ট্রি। বিয়ের অনুষ্ঠানে হাজির আত্মীয় ও হাতে গোণা কয়েকজন ঘনিষ্ঠ। ছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ, শ্রেয়া পাণ্ডে, চিত্রনাটকর পদ্মনাভ দাশগুপ্ত।
বিয়ের অনুষ্ঠানের পর রাজের অ্যাপার্টমেন্টের ক্লাব হাউসে ছিল পার্টির আয়োজন। সেখানে অতিথিদের সঙ্গে সেলিব্রেশনে মেতে ওঠেন নব দম্পতি। গানা থেকে খানাপিনা পরিচালক-অভিনেত্রী জুটির বিয়ের অনুষ্ঠানে খামতি ছিল না কোনও কিছুরই। শুভশ্রীর বাবা দেবপ্রসাদ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ১১মে বাওয়ালির রাজবাড়িতে আনুষ্ঠানিক বিয়ে, তারপর রিসেপশন। বাগদান ও রেজিস্ট্রি ঘরোয়াভাবে হলেও রিসেপশনে হবে ধুমধাম। নিমন্ত্রিতদের তালিকাটা বেশ লম্বা।
এতদিন রাজ-শুভশ্রীর সম্পর্কের সমীকরণ নিয়ে টালিগঞ্জের আনাচা-কানাচে কান পাতলেই শোনা যেত নানা গুঞ্জন। সব জল্পনায় জল দিয়ে মধুরেণ সমাপয়েৎ।
সঙ্গোপনে বিয়ে সারলেন রাজ-শুভশ্রী
Web Desk, ABP Ananda
Updated at:
06 Mar 2018 09:56 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -