কলম্বো: # ত্রিদেশীয় টি-২০ সিরিজের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হারল ভারত। ভারতের রাখা ১৭৫ রানের লক্ষ্যমাত্রা মাত্র পাঁচ উইকেট খুইয়ে ৯ বল বাকি থাকতেই পৌঁছে যায় লঙ্কাবাহিনী। শ্রীলঙ্কার জয়ে বড় ভূমিকা নেন কুসল পেরেরা (৩৭ বলে ৬৬) এবং থিসারা পেরেরা (১০ বলে ২২)।
#ভারতের নির্ধারিত ২০ ওভারে রান ৫ উইকেটে ১৭৪ ।
ঋসভ ২৩ বলে ২৩ রান করে ইনিংসের শেষ বলে আউট হয়ে যান। দীনেশ কার্তিক ৬ বলে ১৩ রানে অপরাজিত থাকেন।
#৯০ রানে আউট ধবন। ৪৯ বলে ৯০ রান করে প্যাভিলিয়নে ফিরলেন তিনি। ভারতের রান ১৮ ওভারে ৪ উইকেটে ১৫৩।
#১৭ ওভারে ভারতের রান ৩ উইকেটে ১৫০। ধবন ৪৭ বলে ৮৯ এবং ঋসভ ১৩ বলে ১৩ রানে ব্যাট করছেন।
# ৩৫ বলে ৩৭ রান করে আউট মণীষ। এর আগে ধবনের সঙ্গে জুটিতে ৯৫ রান যোগ করেন তিনি। ১২.৪ ওভারে ১০৪ রানে তৃতীয় উইকেটের পতন হয় ভারতের।
#ধবনের ঝোড়ো হাফসেঞ্চুরি। ১২ ওভারে ১০০ রান ভারতের। ৩৩ বলে ৫৬ রানে ব্যাট করছেন ধবন। মণীষ ব্যাটিং করছেন ৩২বলে ৩৪ রানে।
# ধবন ও মণীষের যুগলবন্দীতে পাল্টা আক্রমণ ভারতের। ৯ ওভারে ভারতের রান ২ উইকেটে ৭১। ধবন ২৫ বলে ৪২ ও মণীষ ২২ বলে ২২ রানে ব্যাট করছেন।
#টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেল ভারত। প্রথম ওভারের চতুর্থ বলেই কোনও রান না করেই ফিরে যান অধিনায়ক রোহিত শর্মা। চামিরার বলে আউট হন তিনি। এরপর দ্বিতীয় ওভারে ফার্নান্ডোর বলে বোল্ড হয়ে যান রায়না (৩ বলে ১ রান)। ৯ রানে দ্বিতীয় উইকেট হারায় ভারত।
নিদাহাস টি ২০ ট্রফির প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত শ্রীলঙ্কার। ভারতীয় দলে অভিষেক হল তরুণ অলরাউন্ডার বিজয় শঙ্করের।
ভারতীয় দল- রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধবন, সুরেশ রায়না, মণীষ পান্ডে, দীনেশ কার্তিক, ঋসভ পন্ত, ওয়াশিংটন সুন্দর, বিজয় শঙ্কর, শার্দূল ঠাকুর, জয়দেব উনাদকট,যজুবেন্দ্র চাহল
শ্রীলঙ্কা দল-উপুল থরাঙ্গা, ধনুষ গুণতিলকে, কুশল মেন্ডিস, দীনেশ চন্ডীমল (অধিনায়ক), কুশল পেরেরা, দাসুন শনাকা, থিসারা পেরেরা, জীবন মেন্ডিস, আকিলা ধনঞ্জয়, দুষ্মন্ত চামিরা, নুয়ান প্রদীপ।
শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে ত্রিদেশীয় টি-২০ সিরিজের প্রথম ম্যাচে হার ভারতের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Mar 2018 07:03 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -