মুম্বই: প্রয়াত প্রবীণ অভিনেতা রাজ কাপুরের মুম্বাইতে চেম্বুর বাংলোটি অধিগ্রহণ করল গোদরেজ সংস্থা। এই বাংলোটি চেম্বুরের দেওনার এলাকায়। অবস্থিত। এই জমির আয়তন, ৪.২৬৫.৫০ বর্গমিটার। গোদরেজ প্রপার্টিজ লিমিটেড জানিয়েছে, বিলাসবহুল আবাসন প্রকল্প তৈরি করতে মুম্বইয়ের চেম্বুরে জায়গা খুঁজছিল তারা। রাজের ঐতিহ্যবাহী বৃহৎ বাংলোটি সে দিক দিয়ে আদর্শ। জমিটি কপূর পরিবারের উত্তরাধিকারীদের কাছ থেকেই বৈধ চুক্তিতে কিনেছে গোদরেজ। চুক্তিতে সই করেছেন রণবীর রাজ কাপুর,রীমা জৈন,নিতাশা নন্দা,নিখিল নন্দা এবং নীতু কাপুর।


গোদরেজ প্রপার্টিজের এমডি এবং সিইও গৌরব পান্ডে একটি বিবৃতিতে বলেছেন,"আমরা আমাদের পোর্টফোলিওতে এই আইকনিক প্রকল্পটি যুক্ত করতে পেরে আনন্দিত এবং আমাদের এই সুযোগ দেওয়ার জন্য আমরা কাপুর পরিবারের কাছে কৃতজ্ঞ। "                                                                        


পাশাপাশি আরও জানা যাচ্ছে, নতুন বিলাসবহুল প্রকল্পটি মুম্বইয়ের চেম্বুরে দেওনার ফার্ম রোডে, টাটা ইন্সটিটিউট অফ সোশ্যাল সায়েন্স-এর গা ঘেঁষে গড়ে উঠতে চলেছে।এর আগে ২০১৯ সালে কপূরদের আরও একটি সম্পত্তি কিনে নেয় গোদরেজ। চেম্বুরেই অবস্থিত আর কে স্টুডিয়ো। সেখানেও একটি প্রকল্প গড়ে উঠছে, যেটি শেষ হবে চলতি বছরেই।                                                                                    


আরও পড়ুন...


'A Thursday'-র সিক্য়ুয়েলে এবারও কি ইয়ামি গৌতম?


সংস্থার এক্সিকিউটিভ চেয়ারম্যান সংবাদ মাধ্যমকে জানান, মোট ১ একর জমির উপরে তৈরি রাজ কাপুরের বাংলোটি। এখন কাপুর পরিবারের মালিকানাতেই রয়েছে বাংলোটি। তাদের কাছ থেকে বাংলোটি কিনেছে ওই সংস্থা। ওই জমিতে একটি প্রিমিয়াম হাউজিং প্রোজেক্ট করা হবে, যার আনুমানিক বাজেট ধরা হয়েছে ৫০০ কোটি টাকা। তবে কাপুর পরিবারের কাছ থেকে বাংলোটি কত টাকায় কেনা হয়েছে তা প্রকাশ করেনি সংস্থা।