মুম্বই: থ্রিলার ধর্মী ছবি 'A Thursday'তে ইয়ামির পাশাপাশি অভিনয় করেছিলেন নেহা ধুপিয়া,অতুল কুলকার্নি, ডিম্পল কাপাডিয়া সহ একাধিক নামীদামী অভিনেতা। এবার শোনা যাচ্ছে নয়া গুঞ্জন। সূত্রের খবর অনুযায়ী এই ছবির সিক্য়ুয়েল তৈরি হতে চলেছে খুব শীঘ্রই। এবারও সামাজিক কোনও ইস্য়ুকে ভিত্ততি করে তৈরি হবে এই ছবি। তবে এই ছবিতেই কি দেখতে পাওয়া যাবে ইয়ামি গৌতম কে? এই নিয়েই শুরু হয়েছে জল্পনা।যদিও ছবিটির সঙ্গে যুক্ত কেউই এই খবরটি নিশ্চিত করেননি।                                      


পর্দায় চলছে 'জব উই মেট', হঠাৎ প্রেক্ষাগৃহে এলেন খোদ শাহিদ কপূর, তারপর?


প্রসঙ্গত, আজ একবছর পূর্ণ হল 'A Thursday' ছবিটির। এই ছবিতে ইয়ামি গৌতমকে একজন প্রাইমারি স্কুলের শিক্ষিকার ভূমিকায় দেখা গেছে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন,'সিনেমা এমন একটি শক্তিশালী মাধ্যম,যদি আপনি সুযোগ পান,যদি আপনি এমন একটি স্ক্রিপ্ট পান যা আপনাকে দর্শক হিসাবে আকৃষ্ট করে। আমি যখন 'A Thursday'র স্ক্রিপ্ট পড়েছিলাম তখনই এই চরিত্রটির গুরুত্ব বুঝেছিলাম। আমি যে কটি ছবিতে কাজ করেছি, তার মধ্য়ে এই ছবির চরিত্রটি অন্য়তম।                  


ইয়ামির অনুরাগীরা জানবেন, আদতে হিমাচল প্রদেশের বাসিন্দা তিনি।বলিউডের পরিচালক আদিত্য ধরকে বিয়ে করেছেন তিনি। তাতে অবশ্য তাঁর কাজের ধারায় ছেদ পড়েনি।একের পর এক চরিত্রে দুরন্ত অভিনয় করে গিয়েছেন ইয়ামি। শুরুটা করেছিলেন সুজিত সরকার পরিচালিত 'ভিকি ডোনর' ছবি দিয়ে। উল্টো দিকে আয়ুষ্মান খুরানা।ছবিটিতে বুদ্ধিদীপ্ত বাঙালি নারীর চরিত্রে ইয়ামির অভিনয় এখনও মনে রেখেছেন অনেকে। হৃত্বিক রোশনের বিপরীতে 'কাবিল'-এ তাঁর অভিনয় সমানতালে নজর কেড়েছে দর্শকদের।'উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক'-এ ধুরন্ধর 'র' এজেন্টের চরিত্রেও সমান সাবলীল ছিলেন ইয়ামি। তবে 'আ থার্সডে'-তে তাঁর পারফরম্যান্স আগের সব রেকর্ড ছাপিয়ে গিয়েছে বলে মনে করেন অনেকেই।'বালা'-র মতো ছবি যা কিছুটা অন্য রকম গল্প বলে, সেখানেও দুরন্ত অভিনয় করেছেন তিনি। ওটিটি-তেও দেখা গিয়েছে তাঁর কাজ।