কলকাতা: তাঁর মাথায় ৬০ কোটি টাকার জালিয়াতির মামলা। নাম জড়িয়েছে স্ত্রী শিল্পা শেট্টির (Shilpa Shetty)-রও। এর আগে, আর্থিক তছরুপের মামলায় নাম জড়ানো নিয়ে কোনও মন্তব্য করতে চাননি রাজ কুন্দ্রা (Raj Kundra)। তিনি এও জানিয়েছিলেন, একটা সময়ে সমস্ত সত্যিই সামনে আসবে। তিনি ও শিল্পা শেট্টি যেহেতু এই ঘটনায় জড়িত নন, সেই কারণেই এ নিয়ে তিনি ও শিল্পা শেট্টি কোনও মন্তব্য করতে চান না। তবে এবার, ৬০ কোটি টাকা প্রতারণার মামলায় বিস্ফোরক অভিযোগ করলেন রাজ কুন্দ্রা (Raj Kundra)। তিনি দাবি করলেন, অভিনেত্রী বিপাশা বসু (Bipasha Basu) ও নেহা ধুপিয়া (Neha Dhupia) ও এই টাকা পেয়েছেন। তাঁদের কাছেও এই টাকার ভাগ রয়েছে। কাজের পারিশ্রমিক হিসেবে নাকি বিপাশা বসু এবং নেহা ধুপিয়া এই টাকা পেয়েছেন বলে বিস্ফোরক অভিযোগ করেছেন রাজ কুন্দ্রা।
মুম্বই পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা (ইওডব্লিউ), যাঁরা এই মামলার তদন্ত করছে, তাঁদের কাছে দেওয়া বয়ানে রাজ এই কথা বলেছেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, রাজ কুন্দ্রা জানিয়েছেন যে, এই টাকার একটা অংশ বিপাশা এবং নেহাকে পারিশ্রমিক হিসেবে দেওয়া হয়েছিল। যদিও, পাঁচ ঘণ্টার জিজ্ঞাসাবাদের সময় তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে নীরব ছিলেন। সেই কারণে ইওডব্লিউ আরও কয়েক দফা জিজ্ঞাসাবাদের পরিকল্পনা করছে। খবর অনুযায়ী, তদন্তকারীরা আরও জানতে পেরেছে যে, কোম্পানির অ্যাকাউন্ট থেকে সরাসরি শিল্পা শেঠি, বিপাশা বসু এবং নেহা ধুপিয়া-সহ চার অভিনেত্রীর অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে। এছাড়াও, বালাজি এন্টারটেইনমেন্টের সঙ্গেও লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। এখন পর্যন্ত ইওডব্লিউ প্রায় ২৫ কোটি টাকার সরাসরি লেনদেনের সন্ধান পেয়েছে।
তদন্তে আরও জানা গিয়েছে যে, নোটবন্দির সময় কোম্পানির আর্থিক লেনদেনে নগদ টাকার অভাব দেখা দেয়, সেই সময় কিছু সন্দেহজনক আর্থিক লেনদেন অন্যান্য অ্যাকাউন্টে করা হয়েছিল। ইওডব্লিউ এখন এই লেনদেনের প্রমাণ সংগ্রহ করেছে।
'কুন্দ্রাকে 'বেস্ট ডিল' কোম্পানির জন্য তৈরি করা ভিডিও জমা দিতে বলা হয়েছে। যদিও তিনি দাবি করেছেন যে এগুলো ইতিমধ্যেই প্রপার্টি সেলের কাছে জমা দেওয়া হয়েছে, তবে তদন্তকারী অফিসারেরা সেগুলো আবার নিজেদের হেফাজতে নিয়ে আরও পরীক্ষার পরিকল্পনা করছেন। তদন্ত এখনও চলছে এবং আরও অনেক নাম উঠে আসছে। আগামী দিনে ইওডব্লিউ এই মামলার সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তিদের তলব করা হতে পারে।
মুম্বই পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা (ইওডব্লিউ) সম্প্রতি ৬০ কোটি টাকার প্রতারণা মামলায় রাজ কুন্দ্রার বয়ান রেকর্ড করেছে। মুম্বই পুলিশ এক বিবৃতিতে মামলার আপডেট দিয়ে জানিয়েছে, অভিনেত্রী শিল্পা শেঠি এবং তাঁর স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে ৬০ কোটি টাকার প্রতারণার অভিযোগের তদন্ত চলছে। মুম্বই পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা রাজ কুন্দ্রাকে সমন পাঠিয়েছে। তাঁকে তদন্তের জন্য পুলিশের সামনে হাজির হতে বলা হয়েছে।