মুম্বই:  অল্পদিন আগে শ্রীলঙ্কা বিস্ফোরণে ২৫৫ জনের প্রাণহানি ঘটেছে, আহত হয়েছেন ৫০০-র বেশি মানুষ। এই বিস্ফোরণ থেকে একটুর জন্য বেঁচেছেন শিল্পপতি রাজ কুন্দ্রা, জানালেন তাঁর স্ত্রী, অভিনেত্রী শিল্পা শেট্টি।


এক ব্র্যান্ডের প্রমোশনে গিয়েছিলেন শিল্পা। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়, শ্রীলঙ্কার পথ অনুসরণ করে ভারতেও বোরখা নিষিদ্ধ করা উচিত কিনা। তার জবাব তিনি সরাসরি দেননি, তবে বলেন, ওই বিস্ফোরণে তাঁর স্বামী রাজ কুন্দ্রারও প্রাণহানি হতে পারত।

শিল্পা বলেন, বিস্ফোরণে মৃতদের পরিবারের প্রতি তাঁর পূর্ণ সহানুভূতি রয়েছে। ওই ঘটনা ভয়াবহ। তাঁর কাছে আরও ভয়ঙ্কর হল, কয়েকজন বন্ধুর সঙ্গে রাজ কুন্দ্রার সেদিনই ওই হোটেলে থাকার কথা ছিল। কিন্তু ঈশ্বরের কৃপায়, শ্রীলঙ্কা সফর বাতিল হয়ে যায় তাঁর। এ ব্যাপারে তিনি এখনও কাউকে কিছু বলেননি, এ ধরনের ঘটনায় বোঝা যায় জীবনের কোনও নিশ্চয়তা নেই। রাজ ও তাঁর সৌভাগ্য, তাঁদের সঙ্গে এমন কিছু ঘটেনি কিন্তু মানুষের যন্ত্রণা ভালভাবে বুঝতে পারছেন তিনি।



শিল্পা আরও বলেছেন, তিনি এখনও বুঝতে পারেন না, মানুষ এমন কীভাবে করতে পারে। এ ধরনের সন্ত্রাসবাদ কট্টরপন্থা ছাড়া কিছুই নয়, মন্তব্য করেছেন তিনি।