মুম্বই: বিয়ের প্রায় ১০ বছর অতিক্রান্ত। কিন্তু এখনও স্ত্রী বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির প্রতি ব্যবসায়ী রাজ কুন্দ্রার ভালবাসা একইরকম। শিল্পাকে ‘গার্লফ্রেন্ড’ বলে উল্লেখ করেছেন রাজ। তিনি সোশ্যাল মিডিয়ায় শিল্পার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি পোস্ট করেছেন।


২০০৮ সালে একটি বাণিজ্যিক অনুষ্ঠানে শিল্পার সঙ্গে আলাপ হয় রাজের। ২০০৯ সালের ২২ নভেম্বর তাঁদের বিয়ে হয়। তাঁদের ছেলে বিয়ানের বয়স ৬ বছর। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ছবি পোস্ট করেন রাজ। তিনি এখনও স্ত্রীর প্রতি অনুরক্ত। বিবাহিত জীবনে তাঁরা সুখী।
ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম