কলকাতা: মাথায় ৬০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলা, তার মধ্যেই কি নিজের ভাবমূর্তি ফেরানোর জন্য বিশেষ পদক্ষেপ অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty)-র? এই কথা ইতিমধ্যেই সকলে জানেন যে, শিল্পা শেট্টি ও তাঁর স্বামী রাজ কুন্দ্রার নামে আর্থিক তছরুপের মামলা দায়ের করা হয়েছে। ব্যবসা সংক্রান্ত একটি বিষয়ে তাঁরা নাকি ৬০ কোটি টাকা আর্থিক তছরুপে জড়িত রয়েছেন। আর তার মধ্যেই শিল্পা শেট্টি যোগ দিয়েছিলেন একটি পদযাত্রায়, যেটি দিল্লি থেকে বৃন্দাবন যাচ্ছে। ধীরেন্দ্র শাস্ত্রী এই পদযাত্রাটির নেতৃত্ব দিয়েছিলেন। শিল্পা শেট্টি ছাড়াও, একাধিক বলিউড তারকারা এই পদযাত্রায় যোগ দিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় এই পদযাত্রার ছবি ছড়িয়ে পড়তেই, শিল্পা শেট্টিকে নিয়ে শুরু হয় ট্রোলিং। 

Continues below advertisement

শিল্পা শেট্টি ছাড়াও, এই পদযাত্রায় অংশ নিয়েছিলেন, রাজপাল যাদব, একতা কপূর ও ক্রিকেটার শিখর ধবন। এই পদযাত্রায় যোগ দিতেই শিল্পা শেট্টির ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই লেখেন, শিল্পার মাথায় ৬০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলা রয়েছে। সেই মামলা এখনও চলছে, শিল্পা শেট্টি বা রাজ কুন্দ্রা একেবারেই এই কেস থেকে নিষ্কৃতি পাননি। তাঁদের জীবনযাত্রাতেও একাধিক বাধা রয়েছে। তাই, নাকি শিল্পা শেট্টি জনমানসে নিজের ভাবমূর্তি স্বচ্ছ করার জন্য এই পদযাত্রায় যোগ দিয়েছেন। 

শিল্পা যখন সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ে বিদ্ধ, তখন তাঁর পাশে দাঁড়ালেন, রাজ কুন্দ্রা। স্ত্রীর পাশে দাঁড়িয়ে তিনি বলেন, 'কিছু মানুষ তীক্ততা আর ভুল ভাবনা ছড়ানোর জন্যই  রয়েছেন।' সোশ্যাল মিডিয়ায় রাজের এই পোস্টে কোনও নাম না থাকলেও, তিনি যে শিল্পা শেট্টিকে ট্রোলিংয়ের বিরোধিতা করেছেন, তাঁদেরই এক হাত নিয়েছেন রাজ। তবে এই বিষয়ে শিল্পা শেট্টি কোনও মন্তব্য করেননি। তিনি অন্যান্য বলি তারকাদের সঙ্গেই যোগ দিয়েছিলেন এই পদযাত্রায়।

Continues below advertisement

প্রসঙ্গত, এই মামলা চলাকালীন শিল্পা শেট্টি ২ বার আদালতে আবেদন করেছিলেন বাইরে যাওয়ার জন্য। কিন্তু ২ বারই নাকচ হয়ে যায় সেই আবেদন। আর তারপরেই শিল্পা শেট্টি নিজেরাই সেই আবেদন ফিরিয়ে নিয়েছেন। জানা যাচ্ছে, ডিসেম্বর মাসে ফের এই মামলায় বিদেশযাত্রার আবেদন জানাবেন শিল্পা শেট্টি। ডিসেম্বর মাসে ফের বিদেশযাত্রার প্রয়োজন শিল্পা শেট্টির। আর সেই কারণেই ফের আবেদন জানাবেন শিল্পা শেট্টি। শুনানির সময়, অভিযোগকারী দীপক কোঠারীর আইনজীবী ডাক্তার ইউসুফ ইকবাল ইউসুফ এবং জৈন শ্রফ আদালতে দাবি করেন, শিল্পা শেঠির দাখিল করা হলফনামার জন্য করা নোটরীর প্রক্রিয়ায় একটি জায়গায় তাঁর নিজের স্বাক্ষর নেই। তাঁরা আরও বলেন যে, 'সম্ভাবনা আছে যে সেই স্বাক্ষর অন্য কেউ করেছেন।' এই বিষয়ে আদালতের তরফ থেকে বলা হয়েছে,  'যদি আপনি এর উপর কোনো ব্যবস্থা নিতে চান, তাহলে আপনি আইন অনুযায়ী করতে পারেন। অভিযোগকারীর আইনজীবী শীঘ্রই এই হলফনামার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য এবং আদালত অবমাননার আবেদন করবেন।'