মুম্বই: পর্ন-কাণ্ডে এবার অভিনেত্রী গহনা বশিষ্ঠ-সহ ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করল মুম্বই ক্রাইম ব্রাঞ্চের প্রপার্টি সেল। পর্ন-কাণ্ডে ৭ ফেব্রুয়ারি গহনাকে গ্রেফতার করে পুলিশ। এই মুহূর্তে জামিনে মুক্ত রয়েছেন অভিনেত্রী গহনা বশিষ্ঠ। 

Continues below advertisement

অন্যদিকে, রাজ কুন্দ্রার অফিসে তল্লাশি করে হদিশ মিলল গোপন আলমারি ও বেশ কিছু নথি ও কাগজপত্র। গত শনিবার পর্নকাণ্ডে অভিযুক্ত বিখ্যাত ব্যবসায়ীর অফিসে তল্লাশি চালায় মুম্বই পুলিশ। ভিয়ান ইন্ডাস্ট্রি ও জেএল স্ট্রিমের অফিসে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় প্রচুর ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত নথি। এর আগেও পর্নগ্রাফি শ্যুটিং-এর সঙ্গে যুক্ত থাকার সন্দেহে রাজের অন্ধেরীর অফিসে তল্লাশি চালায় মুম্বই পুলিশের একটি দল।

সব মিলিয়ে, পর্নকাণ্ডে আরও বিপাকে রাজ কুন্দ্রা। পর্নকাণ্ডে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে, এমনটাই দাবি মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের। রাজ কুন্দ্রার ৪ জন কর্মী সাক্ষী হতে তৈরি, খবর পুলিশ সূত্রে। রাজ কুন্দ্রার বিরুদ্ধে বহু তথ্য ক্রাইম ব্রাঞ্চকে দিয়েছেন ৪ জন কর্মী, এমনটাই দাবি মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের। কীভাবে পর্ন চক্র চলত, তার বিস্তারিত তথ্য এসেছে পুলিশের হাতে।

Continues below advertisement

গতকাল জেরার মুখে 'ভিয়ান ইন্ডাস্ট্রি'-র সঙ্গে সমস্তরকম যোগাযোগ অস্বীকার করেন শিল্পা। তিনি জানান, 'হটশটস' এর কী ধরনের কনটেন্ট যেত তা নিয়ে একেবারেই অন্ধকারে ছিলেন তিনি। সূত্রের খবর, আজ জেরার মুখে প্রদীপ বকসীর নাম বলেন শিল্পা। দাবি করেন, 'হটশটস' সংক্রান্ত কাজ প্রদীপ বকসীর সঙ্গেই সামলাতেন রাজ।

রাজ কুন্দ্রা গ্রেফতারি ও পর্নোগ্রাফি মামলায় বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টিকে গতকাল আড়াই ঘণ্টা ধরে জেরা করল মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। সূত্রের খবর, জেরার মুখে ৩ থেকে ৪ বার ভেঙে পড়েন শিল্পা। তাঁকে প্রশ্ন করা হয় তিনি রাজ কুন্দ্রার সংস্থার সঙ্গে আদৌ যুক্ত কি না অথবা এই বিষয়ে কিছু জানতেন কি না।

সূত্রের খবর, অশালীন ছবি তৈরির পাশাপাশি আরও একটি অ্যাপ আনার পরিকল্পনা করেছিলেন রাজ। ব্রিটেনে 'কেনরিন' নামে একটি প্রোডাকশন হাউস রয়েছে প্রদীপ বক্সীর, যিনি হলেন রাজ কুন্দ্রার আত্মীয় এবং বিজনেজ পার্টনার। অ্যাপ চালানোর ক্ষেত্রে রাজ কুন্দ্রা 'কেনরিন' প্রোডাকশন হাউসের প্রতিনিধি হয়ে এদেশে কাজ করতেন এমনটাই জানা গিয়েছে।