কলকাতা: ওয়েব সিরিজের মুখ্য চরিত্রে টোটা রায়চৌধুরী (Tota Roy Chowdhury)। পরিচালনা ও প্রযোজনায় রাজা চন্দ (Raja Chanda)। সিরিজের নাম এতদিনে সকলেরই জানা, 'পিকাসো'। আজ প্রকাশ্যে এল সিরিজের মূল পোস্টার ('Picasso' Main Poster Out)।


'পিকাসো' সিরিজের মূল পোস্টার প্রকাশ্যে


'পিকাসো' ওয়েব সিরিজে চিত্রকরের ভূমিকায় দেখা যাবে টোটা রায়চৌধুরীকে। এর আগে মুক্তি পেয়েছিল সিরিজে অভিনেতা ও অভিনেত্রীদের প্রথম লুকের ঝলক। মুক্তি পেয়েছিল মোশন পোস্টারও। এবার সামনে এল মূল পোস্টার। সিরিজটি দেখা যাবে 'ক্লিক' ওয়েব প্ল্যাটফর্মে। প্রখ্যাত পরিচালক রাজা চন্দের তত্ত্বাবধানে তৈরি হচ্ছে থ্রিলারধর্মী সিরিজটি। অভিনয়ে দেখা যাবে টোটা রায়চৌধুরী, সৌরভ দাস, সৃজলা গুহ, রোজা পারমিতা দে, দেবপ্রসাদ হালদার, রাহেলী ও কাভ্যা ভৌমিককে।


সিরিজের কাহিনির সূত্রপাত একজন সাংবাদিককে নিয়ে, নাম শ্রেয়া। হঠাৎই তার বন্ধু বিক্রম সেনের কাছ থেকে তিনি একটি অদ্ভুত খবর পান। বিক্রম ফরেন্সিক বিভাগে ফটোগ্রাফার হিসাবে কাজ করতেন। তিনি জানতে পারেন পলাশ মুখোপাধ্যায় নামে উত্তর কলকাতার বাসিন্দা, জাতীয় পুরস্কার বিজয়ী একজন চিত্রশিল্পী আছেন, যাঁকে সবাই পিকাসো বলে ডাকে। তিনি প্রখ্যাত চিত্রশিল্পী। কিন্তু দুটি প্রতিকৃতি আঁকার পরে একটি অদ্ভুত ঘটনা ঘটে। যাঁদের ছবি তিনি আঁকেন, রহস্যজনকভাবে তাঁদের দু'জনেরই অকালমৃত্যু হয়। পরবর্তীকালে সাংবাদিক শ্রেয়া, পিকাসোর কাছে যায় এই ঘটনাটি নিয়ে প্রতিবেদন তৈরি করতে। কিন্তু ঠিক এই সময়েই আরেকটি ঘটনা ঘটে। একজন উঠতি মডেল যাকে পিকাসো এঁকেছিলেন, তিনিও মারা যান।


কাহিনির প্রত্যেক প্রেক্ষাপটে, পরতে পরতে গভীর রহস্যের ঘটনাবলী আরও ঘনীভূত হয়ে ওঠে। ফুটে ওঠে মারাত্মক প্রতিচ্ছবি। এই গল্পটি অন্বেষণ করতে গিয়ে শ্রেয়া অন্য কোনও রহস্যের উন্মোচন করতে শুরু করে? এই অকস্মাৎ মৃত্যুগুলোর পিছনে কার হাত রয়েছে? কেনই বা খুনগুলো করা হয়েছিল এবং পিকাসোকে অনুসরণ করার পিছনে কার, কী অভিসন্ধি থাকতে পারে? রহস্যের সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে শীঘ্রই, Klikk OTT প্ল্যাটফর্মে।


আরও পড়ুন: 'Tumii Je Amar Maa': আরোহী ও অনির সম্পর্কে ফের মল্লারের প্রবেশ? বিয়ের সম্পর্কে এবার সত্যিই ইতি?


এই চিত্রকরের চরিত্র প্রসঙ্গে টোটা বলেছিলেন, 'ক্লিক ওয়েব প্ল্যাটফর্মের সঙ্গে এই প্রথম আমার কাজ। গোটা টিমের সঙ্গে কাজ করে খুব ভাল লাগল। আমার চরিত্র একজন চিত্রকরের। এই চরিত্রে আমি আগে অভিনয় করলেও পলাশ মুখোপাধ্যায়ের চরিত্রটা বেশ আলাদারকম। আমি চাই দর্শক সিরিজের মধ্যে দিয়েই আমার চরিত্রটাকে আবিস্কার করুক।' 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial