কলকাতা: তাঁরা চিরকালই দর্শকদের বেশ প্রিয় জুটি। ছোটপর্দা থেকেই শুরু হয়েছিল তাঁদের প্রেম, তারপরে সেই প্রেম গড়িয়েছে বাস্তবেও। বর্তমানে সংসার করছেন তাঁরা। নায়িকা বর্তমানে অভিনয় থেকে দূরে, তবে চুটিয়ে অভিনয় করছেন নায়ক। কিন্তু হঠাৎ তাঁরা খবরের শিরোনামমে। কেন? কারণ নায়ক ও নায়িকার একাধিক পোস্ট নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে বিতর্ক। তাঁদের পোস্টের ভাষা মনে ধরেনি অনেকেরই। সেই নিয়েই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে বিতর্ক। উত্তর দেওয়ার জন্য অবশ্য সোশ্যাল মিডিয়াকেই বেছে নিয়েছেন তাঁরা। কিন্তু এমন কী পোস্ট করেছিলেন অভিনেতা রাজা গোস্বামী (Raja Goswami) ও মধুবনী গোস্বামী (Madhubani Goswami)? 

সোশ্যাল মিডিয়ায় সদ্যই একটি পোস্ট করেছিলেন রাজা। সেখানে তিনি লিখেছিলেন, 'মাধ্যমিকের স্টার পাবার পর যখন উচ্চমাধ্যমিকে second division পেয়েছিলাম তখন আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী সবাই বলেছিল “এ ছেলের আর কিছু হবে না” গোল্লায় গেছে, আজকের তারিখে ইশ্বরের কৃপায়, মা বাবার আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় মধুবনী আর আমার কলকাতার বুকে ১টা নয় ২ টো নয় ৩টে নয় যাক গে কতগুলি property আমাদের নাই বা বললাম শুধু এটুকু বলি, ওনারা বুঝতে পারেননি স্কুলের পরীক্ষার result আর জীবনের পরীক্ষার result সব সময় নাও মিলতে পারে.. এক আর এক দুই না হয়ে কখনো কখনো ১১ ও হয় , জীবনে কখনো কখনো logic নয় magic কাজ করে' (অপরিবর্তিত)।

রাজার এই পোস্টে একাধিক বিরূপ মন্তব্য আসতে শুরু করে। অনেকেই বিবিধ অভিযোগ তুলতে থাকে। এর পরে, আরেকটি পোস্ট করেন রাজা। সেখানে তিনি লেখেন, 'আজ সকালে আমার second division এ পাশ করার post টায় দেখলাম অনেকে আমায় উত্তেজিত হয়ে অশিক্ষিত বলেছেন, তাদের উদ্দেশ্যে বলছি Sir/ Ma’am আমি একজন B.Tech IT Engineer , মাধ্যমিক এ Mathematics এ 91 এবং বিজ্ঞান বিভাগে 85% পাওয়া ছাত্র, চাইলে রেজাল্টের ছবি পোস্ট করে দেব, বুক বাজিয়ে সত্যি কথা বলার সৎ সাহস আছে, আমার ভদ্রতাকে দয়া করে দুর্বলতা মনে করবেন না Please' (অপরিবর্তিত)।

এই পোস্টেও একাধিক নেতিবাচক মন্তব্য আসে। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় মধুবনীর একাধিক পোস্ট নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। কখনও তাঁরা শাখা পলা নিয়ে করা পোস্ট তো কখনও সন্তানের জন্য অভিনয় ছেড়ে দেওয়ার পোস্ট.. প্রতিটি পোস্টেই নেটিজেনদের একাংশ জানিয়েছেন, তাঁরা কিছুতেই মধুবনীর মন্তব্যের সঙ্গে একমত হতে পারছেন না।