কলকাতা: গার্হস্থ্য হিংসার (Domestic Violence) শিকার অভিনেতা রাজা গোস্বামী (Raja Goswami)? অভিযোগ তুললেন স্ত্রী মধুবনী গোস্বামীর (Madhubani Goswami) বিরুদ্ধে? টেলিদুনিয়ার অন্যতম জনপ্রিয় জুটি রাজা ও মধুবনী। এবার তাঁদের সম্পর্কেও কি চিড় ধরল? শেষ পোস্ট করা ভিডিওয় কীসের ইঙ্গিত? বিস্তারিত জানা যাক...


মধুবনীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ তুললেন রাজা?


'ভালবাসা ডট কম' ধারাবাহিকে অভিনয় করতে গিয়ে আলাপ। এরপর প্রেম, বিয়ে করে সুখের সংসার। রাজা ও মধুবনীর রয়েছে এক ফুটফুটে সন্তানও। কিন্তু এই মধুর সম্পর্কে ধরল ভাঙন? কয়েক ঘণ্টা আগে করা পোস্টে মিলল তেমনই ইঙ্গিত? ঠিক কী ভিডিও পোস্ট করা হয়েছে।


কয়েক ঘণ্টা আগে একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী মধুবনী গোস্বামী। সেখানে তাঁকে মোবাইলের সেলফি ক্যামেরা অন করে বলতে শোনা যায়, 'বন্ধুরা, আমি এই ভিডিওটা করছি একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কথা বলার জন্য। কারও বাড়িতে কেউ যদি ডমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়ে থাক, তাহলে সাইন হচ্ছে এরকম...'। এটা বলতে বলতেই তাঁকে হাত দিয়ে এক বিশেষ ভঙ্গিমা করতে দেখা যায়। অভিনেত্রীর ঠিক পিছনেই দাঁড়িয়ে রয়েছেন রাজা। তিনি গোটাটাই শুনছিলেন। এই হাত দিয়ে 'সাইন' দেখানোর সময় তাঁকেও একই ইঙ্গিত করতে দেখা গেল। তা বুঝতে পেরেই ধমক দিলেন মধুবনী। ফের একই বার্তা দিয়ে নতুন করে ভিডিও শ্যুট। আবারও এক কাণ্ড। বারবার যেন বিশেষ 'ইঙ্গিত' করে রাজা বোঝানোর চেষ্টা করছেন যে তিনিও 'গার্হস্থ্য হিংসা'র শিকার। তাতেই 'রেগে' গেলেন মধুবনী। ক্যামেরা চালু রেখেই স্বামীকে 'মারতে উদ্যত' অভিনেত্রী। 


 






আসলে গোটা ব্যাপারটাই মজা করে পোস্ট করেছেন তাঁরা। যেন স্ত্রীয়ের 'অত্যাচারে' অতিষ্ট স্বামী। তিনিও যেন 'গার্হস্থ্য হিংসা'র শিকার। আর এই ভিডিও পোস্ট করে মধুবনী নিজেই লিখলেন, 'Domestic Violence হলে কী করা উচিৎ, দেখে নাও!' এই ভিডিও পোস্ট করতেই হাসির ফোয়ারা কমেন্ট বক্সে। কেউ হাসির ইমোজি দিলেন তো কেউ মজার কমেন্ট করে ভরালেন কমেন্ট বক্স। 


আরও পড়ুন: Shovan-Sohini: 'ক্যামেরার ও প্রান্তে' থাকা মানুষের জন্য তৈরি গান তুলে দিলেন দর্শকের হাতে, শোভনের ভিডিও ভাইরাল


প্রসঙ্গত, টেলি দুনিয়ার জনপ্রিয় 'পাওয়ার কাপল' বলেই খ্যাত রাজা-মধুবনী। ছেলে নিয়ে তাঁদের সুখের সংসার। অভিনয়ের পাশাপাশি ব্যবসাও সামলান মধুবনী। সোশ্যাল মিডিয়ায় তাঁরা দু'জনেই প্রবল সক্রিয়। মাঝে মাঝেই নানা ধরনের রিল পোস্ট করেন মধুবনী। এটিও তেমনই একটি। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।