কলকাতা: ২০০৮ সালে করা একটা মন্তব্য়, আর তার জন্যই ২০২৩-এ ক্ষমা চাইলেন পরিচালক এস এস রাজা মৌলি (S S Rajamouli)। 'আর আর আর' (RRR) -এর সাফল্যের পরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে হৃতিক রোশন (Hrittik Roshan)-এর সম্পর্কে করা মন্তব্যের জন্য় ক্ষমা চাইলেন পরিচালক। 


সদ্য এই ছবির গান 'নাটু নাটু' (Natu Natu) আন্তর্জাতিক সম্মান 'গোল্ডেন গ্লোব' নিয়ে এসেছে। আর এই ছবি নিয়ে কথা বলতে গিয়ে হৃতিকের সঙ্গে তেলুগু তারকা প্রভাসের সঙ্গে তুলনা টানার জন্য ক্ষমা চাইলেন তিনি। সেইসময় হৃতিক সম্পর্কে মন্তব্য করতে গিয়ে শব্দচয়নে ভুল হয়েছিল বলে স্বীকার করেন তিনি।                                                                                                                       


রাজা মৌলি বলছেন, '১৫ থেকে ১৬ বছর আগের কথা। আমার সেই সময় ওই ধরনের মন্তব্য করা উচিত হয়নি। আমার শব্দচয়ন ঠিক হয়নি, স্বীকার করে নিচ্ছি। কিন্তু হৃতিককে ছোট করা বা হেয় করা আমার উদ্দেশ্য ছিল না। আমি অত্যন্ত সম্মান করি তাঁকে। যা হয়েছে সে সব অনেক আগেকার কথা।'                                                                                                                                         


আরও পড়ুন: Soham Shayani: বিয়ের আগে বিশেষ এই নেশা নাকি করতেই হবে, ড্রাগ নিতে গিয়ে খুনের ঘটনায় জড়ালেন সোহম সায়নী!


সম্প্রতি হৃতিক যখন তাঁর নতুন পেশিবহুল চেহারা প্রকাশ্যে আনেন, পুরনো এক ভিডিও হঠাৎ ভাইরাল হয়, যেখানে দক্ষিণী পরিচালক এস এস রাজামৌলিকে বলতে শোনা যায়, প্রভাসের কাছে হৃতিক কিছুই নন! এই মন্তব্য ২০০৮ সালে করা। ‘বিল্লা’ ছবির ঝলক মুক্তির দিনে হৃতিককে নিয়ে এই কথাগুলি বলেছিলেন রাজা মৌলি। তিনি বলেছিলেন, দক্ষিণ বলিউডের থেকে অনেক বেশি এগিয়ে রয়েছে। দক্ষিণেও হৃতিকের মতো নায়ক রয়েছে। বিল্লার পোস্টার ও ঝলক দেখে তিনি মন্তব্য করেছিলেন, প্রভাসের কাছে হৃতিক কিছুই নন। 


এই বক্তব্যের জন্যই ক্ষমা চেয়ে নেন রাজা মৌলি। তাঁর শব্দচয়ন ভুল হয়েছিল বলে জানান তিনি।