কলকাতা: পর্দায় আসছে 'আনন্দমঠ' (Ananda Moth), এই ঘোষণা হয়েছিল আগেই। বাংলা সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের (Bankim Chandra Chattopadhyay) ১২৮ তম মৃত্যুবার্ষিকীতে তাঁর অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি 'আনন্দমঠ' (Anandamath) নিয়ে ছবি তৈরির কথা ঘোষণা করেছিলেন পরিচালক রাম কমল মুখোপাধ্যায় (Ram Kamal Mukherjee)। আর আজ মুক্তি পেল এই ছবির মোশন পোস্টার (Motion Poster)
রাম কমল মুখোপাধ্যায়ের পরিচালনায় যে ছবি তৈরি হচ্ছে, সেই ছবির নাম '১৭৭০ এক সংগ্রাম'। ছবির গল্প লিখছেন এস এস রাজামৌলির বাবা কে ভি বিজয়েন্দ্র প্রসাদ। তাঁর হাতেই 'লার্জার দ্যান লাইফ' হয়ে উঠেছে 'বাহুবলী' ও সদ্য মুক্তিপ্রাপ্ত 'আর আর আর'। প্রথমে ঘোষণা করা হয়েছিল, হিন্দি, তামিল ও তেলুগু, এই তিন ভাষায় মুক্তি পাবে ছবিটি। কিন্তু পরে ঘোষণা করা হয়, কন্নড়, মালায়ালি ও বাংলাতেও মুক্তি পাবে এই ছবিটি।
আজ এই ছবি মোশন পোস্টার পোস্ট করেন তরণ আদর্শ। ৮ এপ্রিল, বঙ্কিমচন্দ্রের ১২৮ তম মৃত্যুবার্ষিকীতে এই হেভি বাজেট ছবির কথা ঘোষণা করা হয়েছিল। এই ছবি 'বন্দে মাতরম' রচনারও ১৫০ বছর পূর্তি উপলক্ষ্য করে তৈরি হবে। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে 'স্বরাজ আন্দোলন' গড়ে তুলতে যা সাহায্য করে ছিল। ১৮৭২ সালে বঙ্গদর্শন পত্রিকায় ছাপা হয় 'আনন্দমঠ' উপন্যাস যার জন্য এই গানটি রচনা করেন বঙ্কিমচন্দ্র। বলাই বাহুল্য এই ছবিও বেশ বড় আকারেই তৈরি হবে। ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন এসএস ওয়ান এন্টারটেনমেন্টের শৈলেন্দ্র কুমার ও পি কে এন্টারটেনমেন্টসের সূর্য শর্মা।