কলকাতা: ধারাবাহিকের গল্পে কেটে গিয়েছে ২০টা বছর। আর সেই সঙ্গেই গল্পে এসেছে নতুন মোড়। বড় হয়ে গিয়েছে পর্ণা আর সৃজনের ছেলে মেয়েরা। আর অনেকেই জেনে গিয়েছেন ইতিমধ্যেই যে পর্ণার মেয়ের চরিত্রে দেখা যাবে সোমু সরকারকে। তবে অনেকেই খেয়াল করেননি, পর্ণা আর সৃজনের ছেলেকে। কে হবে 'বাবুর বাবু' এই নিয়েই এখন চর্চা। দেখা গিয়েছে পর্ণা আর সৃজনের ছেলের ঝলকও। তবে তা দেখে চিনতে পারেননি অনেকেই। কাকে দেখা যাবে এই চরিত্রে? 


২০ বছর পরে ঠিক কী অবস্থা দত্তবাড়ির? স্মৃতি হারিয়ে গিয়েছে সৃজনের। বাড়ি থেকে হারিয়ে গিয়েছে সৃজন। এরপরেই তাকে দেখা যায় একজন দুর্দান্ত মাফিয়ার বেশে। স্মৃতি হারিয়ে এই সৃজনই হয়ে উঠেছে কুখ্যাত দুষ্কৃতী গিরিধারী? সেই উত্তর মিলবে ধারাবাহিকে। অন্যদিকে, মারা গিয়েছে আলোকপর্ণা ওরফে পর্ণার জ্যাঠশ্বশুড়। শাশুড়ি আরও বৃদ্ধ হয়েছেন। আর পুঁটি অর্থাৎ পর্ণা আর সৃজনের মেয়েও বড় হয়ে গিয়েছে। আর চরিত্রেই এলেন 'গোধূলি আলাপ', 'আলোর কোলে' ধারাবাহিক খ্যাত অভিনেত্রী সোমু সরকার। প্রোমোতে আরও এক যে বড় পরিবর্তন দেখা যাচ্ছে, তা হল হারিয়ে গিয়েছে সৃজন। আর সৃজন হারিয়ে যাওয়ার পরেই নিজেকে গুটিয়ে নিয়েছে পর্ণা। একেবারে চুপচাপই থাকে সে। সাংবাদিকতাও ছেড়ে দিয়েছে। পুঁটি বুঝতে পারে মায়ের কষ্ট কিন্তু তারও কিছু করার নেই। ইতিমধ্যেই হঠাৎ বাড়িতে পুলিশ আসে। একটি ছবি পর্ণার হাতে দিয়ে বলে এই কুখ্যাত দুষ্কৃতীকে খোঁজার জন্য পুলিশকে সাহায্য করতে হবে পর্ণাকে। এরপরেই দেখা যায় সেই দুষ্কৃতীকে। সেটা আর কেউ নয়.. সৃজন। তাহলে কী হারায়নি সৃজন? অন্য রূপে, অন্য নাম-পরিচয়ে সে এখন হয়ে উঠেছে দুঁদে দুষ্কৃতী? উত্তর মিলবে ধারাবাহিকের গল্পে


অন্যদিকে অনেকেই প্রশ্ন তুলেছেন পর্ণা ও সৃজনের ছেলের চরিত্রে কাকে দেখা যাবে তা নিয়ে। ধলকে যাঁকে দেখা যাচ্ছে, তিনি আর কেউ নন, রাজদীপ গোস্বামী। ইতিমধ্যেই ওটিটির বেশ পরিচিত মুখ রাজদীপ। কাজ করেছেন 'সম্পূর্ণা ২' ও 'নষ্টনীড়' ওয়েব সিরিজে। এই ধারাবাহিকের হাত ধরেই ছোটপর্দায় পা রাখতে চলেছেন রাজদীপ। তাঁকে দেখার অপেক্ষায় অনুরাগীরা। 


আরও পড়ুন: Bollywood News: শাহরুখ, অমিতাভ, করিনা, কাজলকে নিয়ে 'বোলে চুড়িয়া' শ্যুটিং করা সহজ ছিল না, সেটেই আসতে চাননি কেউ!


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।