কলকাতা: ২০১৬ সালের পরে আবার ২০২২-এর শেষ। ছোটপর্দায় ফের মুখ্যভূমিকায় অভিনেতা রাজদীপ গুপ্ত (Rajdeep Gupta)। 'পঞ্চমী' ধারাবাহিকের মুখ্যভূমিকায় রয়েছেন তিনি। কিন্তু প্রায় ৬ বছর পরে হঠাৎ ছোটপর্দায় ফেরার সিদ্ধান্ত কেন? এবিপি লাইভের (ABP Live) সঙ্গে সেই কথাই ভাগ করে নিলেন অভিনেতা। 


বিরতি নিয়ে ওয়েব সিরিজ, ছবিতে কাজ, হঠাৎ ধারাবাহিকে ফেরার সিদ্ধান্ত কেন? রাজদীপ বলছেন, ' আমি খুব একটা পরিকল্পনা করি না কেরিয়ার নিয়ে। সাহানাদি (সাহানা দত্ত)-র সঙ্গে অন্য একটা কাজ করছিলাম, তখনই উনি আমায় এই কাজটা অফার করেন। তবে এতদিন পরে ধারাবাহিকে কাজ করে দেখেছি বেশ কিছু বদল এসেছে কাজের ধারায়। এখন নিয়ম মেনে ১০ ঘণ্টা শ্যুটিং হচ্ছে। তবে ধারাবাহিকের শ্যুটিং শিডিউলটা ছবির কাজের থেকে আলাদা। রোজ একটু সকালে উঠতে হচ্ছে এই আর কি.. রুটিনের বদল বলতে এটুকুই।'                                                                                                                                                                             


আরও পড়ুন: Chanchal Chowdhury: 'নিথুয়া পাথারে'-র সুরে মেতেছেন দুই বাংলার শিল্পীরা, গলা মেলালেন চঞ্চল, জয়া, বিক্রম


সুস্মিতার সঙ্গে এই প্রথম জুটি হিসেবে কাজ করছেন রাজদীপ। কেমন অভিজ্ঞতা? রাজদীপ বলছেন, 'সুস্মিতা কাজ নিয়ে খুব সিরিয়াস। খেটে কাজ করছে।' ধারাবাহিকের সঙ্গে অন্যান্য কাজ চালানোর পরিকল্পনা রয়েছে? রাজদীপ বলছেন, 'নতুন কাজ শুরু করেছি। আপাতত ৩ মাস কিছু ভাবছি না।'                                                                                                                                                   


৬ বছর পরে ধারাবাহিকে এসে কী কী পরিবর্তন দেখলেন? অভিনেতা বলছেন, 'কাজের ধারা বদলেছে অনেকটাই। আর এখন সোশ্যাল মিডিয়ায় অভিনেতা অভিনেত্রীরা বেশ কিছুটা সময় ব্যায় করেন। এতে তাঁদের পরিচিতিও বাড়ে। একটা সময় আমায় বলা হত, ধারাবাহিকে কাজ করলে বড়পর্দায় কাজ পাব না। যাঁকে মানুষ টেলিভিশনে দেখছেন, তাঁকে কেন সিনেমাহলে টিকিট কেটে দেখতে আসবেন! এখন এই প্রভেদগুলো আর নেই। তবে হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় দৌলতে এখন ধারাবাহিক নিয়ে প্রচুর ট্রোলিং হয়। স্বাস্থ্যকর ট্রোলিংয়ে আমার কোনও আপত্তি নেই। যাঁরা ট্রোল করেন, তাঁরা নিয়মিত ধারাবাহিক দেখেন। তাঁরাও আমার দর্শক। কিন্তু সেটা অপমানজনক হলে খারাপ লাগে।'