নয়াদিল্লি: বেঙ্গালুরু-হাওড়া এক্সপ্রেসের (Bengaluru - Howrah Express) এসি বগিতে (AC bogie) আগুন (fire) লাগল। ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) চিত্তোরে। কলকাতা আসার পথেই এই অঘটনটি ঘটে।                                                   


বেঙ্গালুরু-হাওড়া এক্সপ্রেসে অগ্নিকাণ্ড


অন্ধ্রপ্রদেশের চিত্তোরে বেঙ্গালুরু-হাওড়া এক্সপ্রেসের এসি বগিতে আগুন লাগল। কলকাতা আসার পথে বেঙ্গালুরু-হাওড়া এক্সপ্রেসের বগিতে আগুন লাগে। সঙ্গে সঙ্গে অন্ধ্রপ্রদেশের কুপ্পাম স্টেশনে থামানো হয় ট্রেনটিকে। বেঙ্গালুরু-হাওড়া এক্সপ্রেসের এস-৯ এসি বগিতে আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে আতঙ্কে ট্রেনের বাইরে বেরিয়ে আসেন যাত্রীরা। হতাহতের কোনও খবর মেলেনি। নিয়ন্ত্রণে আনা হয়েছে আগুন।                                                         


অগ্নিকাণ্ডের খবর পেয়ে যাত্রীদের উদ্ধার করতে তৎক্ষণাৎ ছুটে যান স্থানীয় পুলিশ। ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনও হতাহতের খবর নেই।                                       


পরে রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, কোচ এস ৯-এ ব্রেক ব্লকের ঘর্ষণের কারণে ধোঁয়া দেখা যায়। এরপর যাবতীয় ব্যবস্থা নেওয়া হয় এবং পরবর্তীকালে গন্তব্যের উদ্দেশে রওনা হয় ট্রেনটি।


 






আরও পড়ুন: Free Flight Tickets: ট্রেনের ওয়েটিং টিকিট কনফার্ম না হলে পাবেন ফ্রি ফ্লাইটের টিকিট, এই অ্যাপে সুবিধা


অন্যদিকে, শনিবারের বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেছে, লালবাজারের কাছে টেরিটি বাজারে তিনতলা বাড়ির একাংশ। ১২০ বছরের পুরনো বাড়িটির এমনিতেই ভগ্নদশা। অগ্নিকাণ্ডের পর আরও বিপজ্জনক হয়ে পড়েছে বাড়িটি। গতকাল ওই বাড়িতে কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডের কারণ জানতে, ফরেন্সিক তদন্তের নির্দেশ দিয়েছেন দমকলমন্ত্রী।