কলকাতা: বিচ্ছেদের খবরে সিলমোহর রাজীব সেন (Rajeev Sen) ও অশোপা চারু (Ashopa Charu)-র। আর তারপরে এই প্রথম সোশ্যাল মিডিয়ায় একরত্তি কন্যা জিয়ানার ভিডিও ভাগ করে নিলেন সুস্মিতা সেন (Sushmita Sen)-এর ভাই রাজীব। সেখানে দেখা গেল, রাজীবের বাড়িতে এসেছে একরত্তি জিয়ানা, খেলা করছে তার ঠাকুমার সঙ্গে। 


দীর্ঘদিন ধরে সমস্যা চলছিল রাজীব ও চারুর মধ্যে। তাঁদের মধ্যে বিচ্ছেদের মামলাও চলছিল বেশ কয়েকমাস ধরেই। ছোট্ট মেয়ে জিয়ানাকে নিয়ে আলাদা থাকছিলেন চারু। তবে সম্পর্ক রক্ষার জন্য তাঁরা চেষ্টাও করেছিলেন। একবার স্বামীর সঙ্গে সমস্যা হওয়ায় বাড়ি ছেড়েছিলেন চারু। একাধিক অভিযোগ করে কার্যত বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েও ফেলেছিলেন। চুপ থাকেননি রাজীবও। তিনিও চারুর বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছিলেন। সেসময় থেকেই আলাদা থাকতে শুরু করেন তাঁরা। 


কিন্তু এরপরে চারুর জন্মদিন সহ একাধিক অনুষ্ঠানে চারুর পাশে দেখা যেতে থাকে রাজীবকে। মেয়ে ছোট্ট জিয়ানাকে নিয়ে বিভিন্ন জায়গায় ফ্রেমবন্দি হন তারকা জুটি। এর কিছুদিন পরে সোশ্যাল মিডিয়ায় দুজনেই জানান, কেবলমাত্র মেয়ে জিয়ানার দিকে তাকিয়েই তাঁদের সম্পর্ককে আরও একটা সুযোগ দিতে চান রাজীব ও চারু। 


এরপর ফের দুই তারকা একসঙ্গে থাকা শুরু করলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। ফের সমস্যা শুরু হয় রাজীব ও চারুর মধ্যে। মেয়ে জিয়ানাকে নিয়ে নিজের ফ্ল্যাটে চলে আসেন চারু। দায়ের করেন বিচ্ছেদের মামলা। সেই মামলা চলাকালীনও অবশ্য তিক্ততা বেড়েইছে তাদের মধ্যে। মেয়ে জিয়ানাকে দেখা করতে দেওয়া হচ্ছে না, স্ত্রীর বিরুদ্ধে এই অভিযোগ এনেছিলেন স্বামী রাজীব। সেই অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছিলেন চারু। জানিয়েছিলেন, তিনি রাজীবকে বারংবার বলেছেন, যখন খুশি সে তার মেয়ের সঙ্গে দেখা করতে আসতে পারে। 


ভাই ও ভ্রাতৃবধূর এই সম্পর্কের টানাপোড়েনে অবশ্য চুপ ছিলেন না সুস্মিতা সেন। তিনি অভাবনীয়ভাবে দাঁড়িয়েছিলেন চারুর পাশে। নিজের দিদির মতোই। সেই কথা একাধিকবার দেখা গিয়েছে, বোঝা গিয়েছে চারুর বিভিন্ন পোস্টে। আর এবার, একেবারেই আইনি পথে সম্পর্কে ইতি টানলেন রাজীব ও চারু। তবে একরত্তি জিয়ানার মিলিতভাবে দেখাশোনা করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। 


সিদ্ধান্ত অনুযায়ী, জিয়ানাও বেড়ে উঠবে তাঁদের দুজনেরই সাহচর্যে। তেমনই একটা টুকরো ছবি দেখা গেল রাজীবের প্রোফাইলে। তবে জিয়ানা রাজীবের বাড়ি আসলেও দেখা মিলল না চারুর।


 






আরও পড়ুন: Food Tips: পাতে কোন পেয়ারা? কাঁচা না কি পাকা? কোনটায় বেশি উপকার?


আরও পড়ুন: Healthy Food: সুস্থ শরীরে আয়ু বৃদ্ধি করতে চান? পাতে রাখুন এই খাবার