মুম্বই: অবশেষে সমস্ত জল্পনার অবসান। তাঁদের বিবাহবিচ্ছেদ বারে বারে খবরের শিরোনামে এসেছে। এমনকি কেবল গুঞ্জন নয়, বকলমে বিচ্ছেদের কথা বলেওছিলেন সুস্মিতা সেনের (Sushmita Sen) ভাই রাজীব সেন (Rajeev Sen) ও তাঁর স্ত্রী অশোপা চারু (Ashopa Charu)। তবে গণেশ চতুর্থীতে তাঁদের এক ফ্রেমে দেখা গিয়েছিল। সঙ্গে ছিল একরত্তি কন্যা জিয়ানা (Jiana)। আর গণেশ চতুর্থীর পরের দিনই সোশ্যাল মিডিয়ায় নিজেদের সম্পর্ক নিয়ে বিস্ফোরক রাজীব-চারু দুজনেই। 


আজ সোশ্যাল মিডিয়ায় একই সময়ে, একই পোস্ট করেছেন রাজীব ও চারু। দুজনেই শেয়ার করে নিয়েছেন নিজেদের ছবি। সেখানে চারু ও জিয়ানা পরেছেন এক্কেবারে এক পোশাক, রাজীব পরেছেন সাদা শার্ট। তাঁদের পোস্টের ক্যাপশনে তাঁরা দুজনেই লিখেছেন, 'বিবাহ হয়তো স্বর্গে তৈরি হয়, কিন্তু সেই বিবাহকে চালিয়ে নিয়ে যাওয়াটা থাকে সম্পূর্ণ নিজেদেরই হাতে। হ্যাঁ, আমাদের সম্পর্কে সমস্যা চলছিল আর আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, এই বিয়েটা ভেঙে ফেলতে চাই। মনে হয়েছিল, একটা অন্ধ গলির শেষে পৌঁছে গিয়েছে সম্পর্কটা। আর ভালো কিছু হতেই পারে না। মনে হয়েছিল, এই জায়গা থেকে কেবল একটাই সিদ্ধান্ত নেওয়া সম্ভব, বিচ্ছেদ।'


আরও পড়ুন: Krushna Abhishek: 'দ্য কপিল শর্মা শো'তে কি আদৌ আর ফিরবেন? ক্রুষ্ণা যা বললেন...


এখানেই শেষ নয়, রাজীব আর চারুর লেখা চলতে থাকে.. 'কিন্তু আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি, আমরা আমাদের বৈবাহিক সম্পর্ককে বাঁচিয়ে রাখব ভালো কিছুর জন্য। আমাদের জীবনে ছোট্ট, সুন্দর জিয়ানা এসেছে আর আমরা বাবা-মা হিসেবে ওর জন্য যতটুকু সম্ভব ভালোটাই করতে চাই। ওর খুশি আমাদের জীবনের প্রথম ভাবনা। আমাদের অনুরাগীদের ধন্যবাদ আমাদের অনবরত পাশে থাকার জন্য। জিয়ানাকে আশীর্বাদ করবেন সবাই। ইতি, রাজীব ও চারু।'