বিশ্বজিৎ দাস, খড়গপুর: শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে পড়ল পোস্টার (Poster)। এদিন খড়গপুরে এই পোস্টার দেখা যায়। পোস্টারের লেখা- “বেইমান, গাদ্দার শুভেন্দু।’’ বিরোধী দলনেতার বিরুদ্ধে পড়ে এরকম পোস্টার চড়ল রাজনৈতিক উত্তাপ।
শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পড়ল পোস্টার: পশ্চিম মেদিনীপুরে, খড়গপুর (Kharagpur) পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের মালঞ্চ এলাকায় দেখা যায় পোস্টার। যার কোনওটায় লেখা, ‘বাংলাকে কলঙ্কিত করছে চোর শুভেন্দু’, কোনওটায় আবার লেখা, ‘চোর চোর চোরটা শিশিরের ছেলেটা।’পোস্টারের নিচে কারও নামও লেখা নেই। এই নিয়ে শুরু হয়েছে দোষারোপ-তরজা। বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি অরূপ দাস বলেন, “শুভেন্দুর (Suvendu Adhikari) বিরুদ্ধে যে পোস্টার, এগুলো তৃণমূলের নোংরামো। তৃণমূল চোর, চিটিংবাজ, সিবিআই, ইডির তদন্তে প্রমাণিত। শুভেন্দুর তত্পরতাতেই হয়েছে। মমতা ভয় পেয়েছে।’’
পশ্চিম মেদিনীপুরের তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) কোঅর্ডিনেটর অজিত মাইতি বলেন, “সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। যোগাযোগ নেই। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। আমাদের বলার থাকলে মিটিং মিছিলে বলব। বিজেপি এরকমটা করে। জঙ্গলমহলে মাওবাদীদের নামে এসব করে। তৃণমূলকে চমকানোর জন্য করে। এটা বিজেপির কালচার।’’ খড়গপুর পুরসভার (Kharagpur Municipality) ১১ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা কংগ্রেস নেতা দেবাশিস ঘোষ বলেন, “কে দিয়েছে, জানি না। এক চোর আরেক চোরের নামে পোস্টার দিয়েছে। রাতে চোরের মত পোস্টার দিয়েছে। পুলিশ এসে পোস্টার নিয়ে চলে গেছে।’’ এদিন পুলিশ এসে পোস্টারগুলি দেওয়াল থেকে সরিয়ে দেয়।
অন্যদিকে, অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) বিরুদ্ধে ফের উঠল গরু চোর স্লোগান। গরুপাচার মামলায় (Cow Smuggling Case) CBI’র হাতে গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল। এরইমধ্যে, ২০১০ সালে, মঙ্গলকোটের একটি বিস্ফোরণের মামলায়,হাজিরার জন্য, বৃহস্পতিবার তাঁকে বিধাননগরের (Bidhannagar) MP MLA আদালতে আনা হয়। এদিন সকালে, আসানসোল জেল (Asansol Jail) থেকে রওনা দেওয়ার সময়, অনুব্রত মণ্ডলকে উদ্দেশ্য করে বিদ্রুপ করেন, এক দুধ বিক্রেতা। উল্লেখ্য, ২০১০ সালে মঙ্গলকোটে বিস্ফোরণ হয়। সেই ঘটনায় আহত হন বেশ কয়েকজন। বিস্ফোরণ মামলার চার্জশিটে নাম রয়েছে অনুব্রত মণ্ডল ও কেতুগ্রামের (Ketugram) তৃণমূল বিধায়ক শেখ শাহনওয়াজের। এই মামলায়, আজ, ময়ূখ ভবনে MP-MLA আদালতে তোলা হতে পারে অনুব্রতকে।
আরও পড়ুন: Durga Puja Rally: দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতিতে মুখ্যমন্ত্রীর ডাকে পদযাত্রা, কটাক্ষ অমিত মালব্যর