মুম্বই: বলিউডের অন্যতম জনপ্রিয় এবং প্রশংসিত ছবি 'আনন্দ' (Anand)। এই ছবিতে অভিনয় করেন রাজেশ খন্না (Rajesh Khanna), অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) এবং আরও অনেক অভিনেতারা। ছবিটি এতই প্রশংসিত হয় যে আজও দর্শকের মনে একইভাবে প্রভাব বিস্তার করে রয়েছে এটি। এবার পরিচালক ঋষিকেশ মুখোপাধ্যায়ের কালজয়ী এই ছবিরই রিমেক হতে চলেছে। 'আনন্দ' ছবির রিমেকে যৌথভাবে হাত মিলিয়েছেন প্রথম ছবির প্রযোজক এনসি সিপ্পির নাতি সমীর সিপ্পি এবং আর এক প্রযোজক বিক্রম খখর।


'আনন্দ' ছবির রিমেক-


এদিন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'আনন্দ' ছবির রিমেক হওয়ার আপডেট পোস্ট করেন। জানা গিয়েছে, 'আনন্দ' ছবির রিমেক কে পরিচালনা করবেন কিংবা কারা অভিনয় করবেন, সে সম্পর্কে এখনও পর্যন্ত বিশদে কিছু জানা যায়নি। কেবলমাত্র দুই প্রযোজক 'আনন্দ' রিমেক করার ঘোষণা করেছেন।<





>


আরও পড়ুন - New Bollywood Pairs: চলতি বছর বলিউডে প্রথমবার জুটি বাঁধতে চলেছেন যে তারকারা


প্রযোজক এন সি সিপ্পির নাতি সমীর রাজ সিপ্পি জানিয়েছেন যে, তিনি পরবর্তী প্রজন্মের কাছে গল্পের আকারে নানা কিছু তুলে ধরতে চান। সেই পরিকল্পনা থেকেই 'আনন্দ' ছবিটির রিমেক করার কথা তাঁর মাথায় আসে। তিনি বলেন, 'এই ছবির সঙ্গে অনেক আবেগ এবং একইসঙ্গে অনেক দায়িত্ব জড়িয়ে রয়েছে। আমার মনে হয় বর্তমান প্রজন্মকে এমন অনেক পুরনো গল্প বলা দরকার, যা আজকের দিনেও প্রাসঙ্গিত। তাছাড়া, আজকের দিনে ভালো গল্পের চাহিদাও অনেক। মানুষ দেখতে পছন্দ করেন।' যদিও 'আনন্দ' ছবির রিমেক তৈরি হওয়ার ঘোষণার পরই সোশ্যাল মিডিয়া জুড়ে প্রতিবাদ জানাতে শুরু করেছেন নেট নাগরিকদের একাংশ। তাঁদের মতে, কিছু কিছু কালজয়ী ছবিকে ছেড়ে দেওয়াই শ্রেয়।