নয়াদিল্লি: দেখতে দেখতে ১১ বছর পার। ১৮ জুলাই ২০১২ সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলিউডের প্রথম সুপারস্টার রাজেশ খান্না (Rajesh Khanna Death Anniversary)। তাঁর একাদশ মৃত্যুবার্ষিকীতে ট্যুইটারে শ্রদ্ধা জানালেন বর্ষীয়ান অভিনেত্রী অঞ্জু মহেন্দ্রু (Anju Mahendroo)। 


মৃত্যুবার্ষিকীতে রাজেশ খান্নাকে স্মরণ 


তিনি আর সশরীরে নেই। কিন্তু ফ্রেমের মধ্যে থেকেও সেই চেনা হাসি যেন ঠিকরে বের হচ্ছে। এদিন নিজের ট্যুইটার হ্যান্ডলে তেমনই একটি মালা পরানো ছবি পোস্ট করলেন অভিনেত্রী অঞ্জু। 


১৯৭৩ সালে ডিম্পল কপাডিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধার পূর্বে দীর্ঘদিন অঞ্জু মহেন্দ্রুর সঙ্গে সম্পর্কে ছিলেন রাজেশ খান্না। যদিও তাঁদের কখনও বিয়ে হয়নি, কিন্তু অভিনেতার জীবনের এক প্রকট অঙ্গ ছিলেন অঞ্জু। এদিন ট্যুইটারে অভিনেতার প্রয়াণ দিবস স্মরণ করে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে কেবল লেখেন, '১১ বছর!!!'


 






১৯৬৯ সালে 'আরাধনা' হিট হওয়ার পর 'সুপারস্টার' রাজেশ খান্নার উত্থান। এরপরেই শোনা যায় তিনি অঞ্জু মহেন্দ্রুর সঙ্গে সম্পর্কে রয়েছেন। যদিও সেটি এরপর বেশিদিন স্থায়ী হয়নি। রাজেশ খান্নার জীবনের ওপর ভিত্তি করে লেখা ইয়াসির উসমানের বই 'রাজেশ খান্না: দ্য আনটোল্ড স্টোরি অফ ইন্ডিয়াস ফার্স্ট সুপারস্টার'-এ অঞ্জু জানান, মহিলাদের মধ্যে রাজেশ খান্না নিজের প্রভাব দেখে উচ্ছ্বসিত হয়ে উঠতেন এবং তাঁর থেকেও সমান জিনিস আশা করতেন। এই বইতে অঞ্জুর ১৯৭৩ সালের এক সাক্ষাৎকার উদ্ধৃত করে লেখা আছে, 'তিনি চাইতেন যে আমিও ওঁর জন্য অন্য সকলের মতো উত্তেজিত উচ্ছ্বসিত  হয়ে থাকি যারা চিরকাল ওঁর পায়ে পড়ে থাকতে চায়। আমি তাঁকে ভালবেসেছিলাম। আমি তাঁর উপর মুগ্ধ হতে পারিনি। আমার কাছে তিনি ছিলেন যতীন বা জাস্টিন। এমন একজন মানুষ, যাঁকে আমি ভালবাসতাম, রাজেশ খান্না, সুপারস্টার বা দ্য ফেনোমেনন নয়।' শোনা যায়, রাজেশ খান্না ও অঞ্জু মহেন্দ্রুর বিচ্ছেদের খবরে ইন্ডাস্ট্রির তৎকালীন অনেকেই হতবাক হয়েছিলেন। 


পর্দায় তাঁর অসাধারণ চার্ম তাঁকে অনবদ্য করে তুলেছিল। ওই ক্যারিসমা, ওই অভিনয় দক্ষতা মানুষের মনে স্থায়ী জায়গা করেছে। ১৯৬৯ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত, নিজের স্বর্ণযুগে, পরপর ১৫টা হিট ছবি করেছেন 'কাকা' রাজেশ খান্না, যেগুলির সবকটা তিনি একার কাঁধে টেনেছেন।


আরও পড়ুন: Ranbir Alia Marriage: 'ভুয়ো দম্পতির পর্দাফাঁস হওয়া উচিত', কঙ্গনার নিশানায় কি এবার আলিয়া-রণবীর?


১৯৪২ সালের ২৯ ডিসেম্বর, যতীন খান্না জন্ম নেন অমৃতসর। পরে নাম বদলে রাজেশ খান্না হন। তবে সাধারণ মানুষের কাছে তিনি 'কাকা' নামেও পরিচিত। রাজেশ খান্না মোট ১৬৩টি পূর্ণ দৈর্ঘ্যের ও ১৭টি স্বল্প দৈর্ঘ্যের ছবিতে অভিনয় করেছেন। 'আখরি খত' ছবির হাত ধরে বলিউডে পা রাখেন। এই ছবি ১৯৬৭ সালে ভারত থেকে অস্কারে মনোনয়ন পায়। ১৯৭৪ সালে বিবিসি রাজেশ খান্নার ওপর একটি ছবি তৈরি করে, নাম দেয় 'বম্বে সুপারস্টার'। রাজেশ খান্নার খ্যাতি আকাশ ছুঁয়েছিল, যা তাঁর আগের কোনও অভিনেতার ক্ষেত্রে হয়নি। গোটা কর্মজীবন তাঁর ফ্যান ছিল অগুন্তি।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial