ঋত্বিক প্রধান, রামনগর: এবার পূর্ব মেদিনীপুরে (Purba Medinipur) তৃণমূলকর্মীর (TMC Worker) ঝুলন্ত (Hanging Body) দেহ উদ্ধার! রামনগরের ঘটনা। সুইসাইড নোটে বিজেপি (BJP) কর্মীর নাম লেখা রয়েছে, দাবি তৃণমূলের। রামনগরের কনিওরা দক্ষিণ বুথে তৃণমূল হারার পরই মানসিক অত্যাচার শুরু হয়, দাবি তৃণমূলের। মৃতের নাম চন্দন সামন্ত। তাঁর উপর মানসিক অত্যাচার চালাচ্ছিল বিজেপি, অভিযোগ তৃণমূলের। উল্টো দিকে বিজেপির দাবি, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন চন্দন। তাই আত্মঘাতীই হন। বিজেপির কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, অভিযোগ গেরুয়া শিবিরের। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তদন্ত শুরু করেছে রামনগর থানার পুলিশ।


প্রাণহানি চলছেই...
পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি জারি হওয়া থেকে নির্বাচনের ফলাফল মিটে যাওয়ার পরও অশান্তি ও প্রাণহানির ঘটনায় ক্ষান্তি নেই। এই মেয়াদে মারা গিয়েছেন পঞ্চাশ জনেরও বেশি। নিহতদের মধ্যে শাসকদলের কর্মীরাও রয়েছেন। নাম রয়েছে বিরোধী দলের কর্মী-সমর্থকদেরও। এই সন্ত্রাসের প্রতিবাদে আগামীকাল মহামিছিলের ডাক দিয়েছে বিজেপি। কিন্তু তাতে পুলিশের অনুমতি মেলেনি। তাই 'অনুমতি' ছাড়াই কাল মহামিছিল করবে বিজেপি, এমনই জানিয়েছে তারা। ভোটে বেলাগাম সন্ত্রাসের প্রতিবাদে আগামীকাল সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের নেতৃত্বে মিছিল হওয়ার কথা। বিজেপির দাবি, পঞ্চায়েত ভোটে তাদের ১১ জন দলীয় কর্মী খুন হয়েছেন। সাড়ে ৩ হাজার কর্মী আক্রমণের শিকার, ৬৫০ জন হাসপাতালে ভর্তি। এমন পরিস্থিতিতে আগামীকাল কলেজ স্কোয়ার থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে গেরুয়া শিবির। এর মধ্যেই ফের ভোট লুঠের অভিযোগে সরব হলেন বিরোধীরা।


মিলছে ব্যালট...
ভোট শেষ হওয়ার পর দিকে দিকে মিলছে বিরোধীদের প্রতীকে ছাপ মারা ব্যালট! কোথাও পুকুরে, কোথাও পাটের খেতে পড়ে বিরোধীদের ভোট দেওয়া ব্যালট! বুথের ব্যালট কীভাবে বাইরে? গণনা শেষেও কেন গণনাকেন্দ্রে ব্যালট? পঞ্চায়েত ভোটের নামে দেদার ভোট লুঠের অভিযোগে ফের স্বর গরম বিরোধীদের। যেমন গণনার এক সপ্তাহ পরে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে পাটের খেতে ব্যালট মেলে! জেলা পরিষদে কংগ্রেস প্রার্থীর প্রতীকে ছাপ মারা ব্যালট ফেলার অভিযোগ ওঠে। স্কুলের মধ্যেই কংগ্রেসকে দেওয়া ব্যালট পেপার পুড়িয়ে দেওয়ার অভিযোগে তোলপাড় পড়ে যায়। এর প্রতিবাদে প্রতিবাদে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় কংগ্রেস। এদিনই সাতসকালে আবার নদিয়ার কৃষ্ণগঞ্জে মাথাভাঙা নদীর ধার থেকে মিলল বিজেপি ও সিপিএমের প্রতীকে ছাপ মারা বেশ কিছু ব্যালট পেপার।উদ্ধার হওয়া ব্যালট পেপারে সিপিএমের গ্রাম পঞ্চায়েত প্রার্থী ও বিজেপির পঞ্চায়েত সমিতির প্রার্থীর নামের পাশে ছাপ মারা রয়েছে।গ্রামবাসীদের অভিযোগ, ভোটের পরেই নদীতে ফেলে দেওয়া হয়েছিল ব্যালট পেপার। বিজেপির অভিযোগ, এলাকায় তৃণমূল প্রার্থীদের জেতাতে বিডিও-র যোগসাজশে এভাবেই কারচুপি করা হয়েছে। সব মিলিয়ে উত্তেজনার রেশ কমেনি ভোটের ফল প্রকাশের পরও।


আরও পড়ুন:ভোটে গণ্ডগোলের জেরে অভিযুক্তদের জেল হেফাজতে পাঠিয়ে বিপাকে বিচারক, দুর্গাপুর মহকুমা আদালতে চাঞ্চল্য