মুম্বই: প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা বলিউডে বেশ জনপ্রিয়। কিছুদিন আগেই গুঞ্জন শোনা যাচ্ছিল যে রজনীকান্তের সঙ্গে কিছু একটা কাজে হাত দিয়েছেন তিনি। এবার সেই গুঞ্জন সত্যি হল। প্রকাশ্যে এল আসল সত্য। সম্প্রতি কিংবদন্তি অভিনেতা রজনীকান্তের (Rajinikanth Biopic) একটি বায়োপিক তৈরি করার জন্য রজনীকান্ত ও তাঁর পরিবারের কাছ থেকে স্বত্ব পেয়েছেন সাজিদ নাদিয়াদওয়ালা। আর এই খবরে স্বাভাবিকভাবেই খুবই উৎফুল্ল রজনীকান্তের অনুরাগী-ভক্তরা।


রজনীকান্তের জীবন শুরু হয়েছিল বাসের কণ্ডাক্টরের কাজ করে। সেভাবেই দিন চলত শুরুর দিকে। তারপর থেকে দীর্ঘ লড়াইয়ের (Rajinikanth Biopic) পর অনবদ্য অভিনয়শৈলী, স্ক্রিন প্রেজেন্স, নিজস্ব ক্যারিশ্মায় আজ তিনি সারা ভারতের এক মহাতারকা। একজন সাধারণ মানুষ থেকে সুপারস্টার হয়ে ওঠার যে যাত্রাপথ, তা অনুপ্রাণিত করবে সকলকে আর এবার এই কাহিনিই তুলে ধরতে চলেছেন সাজিদ নাদিয়াদওয়ালা। রজনীকান্তের বায়োপিক বানানোর কাজে হাত দিয়েছেন তিনি।


সাজিদ নাদিয়াদওয়ালা (Rajinikanth Biopic) ইতিমধ্যেই চুক্তি স্বাক্ষর করিয়েছেন রজনীকান্তের সঙ্গে। রজনীকান্ত নিজে এই বড়সড় প্রকল্পের সঙ্গে যুক্ত। তবে সাজিদ মনে করেন যে রজনীকান্তের জীবনের উপর আধারিত এই ছবি মূলত বিশ্বের দরবারে স্মরণীয় হয়ে ওঠার ছবি, একজন সামান্য বাস কন্ডাক্টর থেকে সুপারস্টার হওয়ার জার্নি আদপেই বাস্তবের মানব অভিজ্ঞতা ও আবেগকেই প্রাধান্য দেবে।


ছবির দুনিয়ার একজন অভিনেতা ছাড়াও ব্যক্তি রজনীকান্তের (Rajinikanth Biopic) জীবন আরও বেশি প্রাধান্য পাবে এই ছবিতে। স্টোরিলাইন তৈরির জন্য বিগত এক মাস ধরেই প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা রজনীকান্ত ও তাঁর পরিবারের সঙ্গে কথা বলছেন। আগামী ২০২৫ সাল থেকে এই ছবির শ্যুটিংয়ের কাজ শুরু হবে বলে জানা গিয়েছে। এখন চলছে প্রি-প্রোডাকশানের কাজ, স্ক্রিপ্ট বাছাই হচ্ছে, অভিনেতা-অভিনেত্রীদের নাম ঠিক করার কাজ হচ্ছে এখন।


বর্তমানে মুম্বইয়ের আন্ধেরিতে একটি ভিএফএক্স স্টুডিও গড়ে তোলার কাজ করছেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। ভারতের ছবি নির্মাণের দুনিয়ায় একটা বড়সড় অগ্রগতির ধারক বাহক হতে চলেছে এই স্টুডিও। একই সময় ছবিতে অভিনয় শুরু করেছিলেন রজনীকান্ত এবং অমিতাভ বচ্চন। গত বছর অক্টোবর মাসে 'থালাইভার ১৭০' ছবির শ্যুটিং সেট থেকে ছবি দিয়েছিলেন রজনীকান্ত। অমিতাভের সঙ্গে একফ্রেমে সেই ছবি দেখে সাড়া পড়ে গিয়েছিল রজনীকান্তের অনুরাগীমহলে। ৩৩ বছর পর ফের একত্রে কাজের সুযোগ ঘটল অমিতাভ ও থালাইভার। তবে রজনীকান্তের এই বায়োপিককে ঘিরে এখন থেকেই অনুরাগীদের মধ্যে উত্তেজনার ঝড়।


আরও পড়ুন: New Show Announcement: নয়া ভূমিকায় গৌরব চক্রবর্তী, গানের অনুষ্ঠানের সঞ্চালনায় অভিনেতা, আসছে 'সং কানেকশন'