কলকাতা: প্ৰতিদিন টেলিভিশনের পর্দায় নানা রকম ধারাবাহিকের গল্প যে ফুটে ওঠে, আদতে সেইসব গল্পে সঙ্গে প্রবল মিল থাকে সাধারণ মানুষের জীবনের। ঘোর বাস্তবতা থেকে উঠে আসা কাহিনিগুলোই রোজ টিভির পর্দায় তুলে ধরার চেষ্টা করেন নির্মাতারা (Daily Serials)। এমনই এক সামাজিক বাস্তব প্রেক্ষাপটের কাহিনি উঠে এসেছে সান বাংলার (Sun Bangla) নতুন ধারাবাহিক 'কোন সে আলোর স্বপ্ন নিয়ে'-তে (Kon Se Aalor Swapno Niye)। আর এই আবহেই এক নয়া উদ্যোগ নিল চ্যানেল কর্তৃপক্ষ।
'কোন সে আলোর স্বপ্ন নিয়ে' ধারাবাহিকের ভাবনা নিয়েই নয়া উদ্যোগ চ্যানেল কর্তৃপক্ষের
'কোন সে আলোর স্বপ্ন নিয়ে' একজন গৃহবধূর নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তোলার গল্প বলে। আমাদের সমাজে বহু মহিলাই আজও শুধু গৃহবধূ হয়ে সারা জীবন কাটিয়ে দেন। 'গৃহবধূ', এই তাঁদের পরিচয় হয়ে থেকে যান। ঘরে ঘরে আমাদের এই গৃহবধূরা নিঃশব্দে সংসারের হাল টেনে চলেছেন। কিন্তু বেশ কিছু পরিবার এর ব্যতিক্রম। এইসব বাড়ির গৃহবধূরা নিজেদেরকে ঘর থেকে বের করে নিজের স্বতন্ত্র একটা পরিচয় তৈরি করেছেন। স্বামীর সঙ্গে হাতে হাত মিলিয়ে নিজের উপার্জনের টাকা দিয়ে সংসারের অনেক অভাব মিটিয়ে দিচ্ছেন। সান বাংলা এমনই কয়েকজন স্বাধীনচেতা গৃহবধূদের জীবন ক্যামেরাবন্দি করেছে। গৃহবধূর পাশাপাশি কেউ হোম ডেলিভারি করেন, কেউ কেক বানান, কেউ বা গয়না বানিয়ে বিক্রি করেন। গৃহবধূ ছাড়াও এঁদের সবার নিজের একটা করে স্বতন্ত্র পরিচয় আছে। এঁরা সকলেই বিশ্বাস করেন শুরুর কোনও বয়স হয় না, স্বপ্নের কোনও সীমানা হয় না। তাই আজ এঁরা সকলেই নিজের চেষ্টায় সুপ্রতিষ্ঠিত।
সমাজের এই সকল গৃহবধূর মতোই আলো, 'কোন সে আলোর স্বপ্ন নিয়ে' ধারাবাহিকের মূল চরিত্র। আলোলিকা সিংহ রায়, সে বিখ্যাত সংবাদপত্র 'সূর্যোদয়' পত্রিকার সর্বেসর্বা উদয়ন সিংহ রায়ের পূত্রবধূ এবং সুপ্রতিষ্ঠিত ব্যাঙ্কের প্রধান কর্মকর্তা রুদ্র সিংহ রায়ের স্ত্রী। সংসারের প্রতিটি খুঁটিনাটি, প্রতিটি সদস্যের সুবিধা-অসুবিধা আলোর নখদর্পণে। কিন্তু সংসারের কারও তার প্রতি কোনও নজরই নেই। ১৫ বছরের দীর্ঘ সংসার জীবনে প্রাপ্য মর্যাদাটুকুও আলো পায়নি। এই সংসারে সে বড্ড বেমানান, আলোর মনের কোণের অন্ধকারের খোঁজ কেউ রাখে না। তাই সে মনে করে এবার ঘুরে দাঁড়াবার সময় এসেছে, সময় এসেছে নিজের প্রাপ্য মর্যাদা ছিনিয়ে নেওয়ার। কিন্তু প্রতিনিয়ত আলোকে মুখোমুখি হতে হয় নানান সমস্যার। সিংহ রায় বাড়ির পূত্রবধূ, এটাই তো আলোর একমাত্র পরিচয় নয়, আলোর নিজের একটা পরিচয় বানানোর স্বপ্ন কি আদৌ কখনও পূরণ হবে?
ধারাবাহিকে আলোর চরিত্রে অভিনয় করছেন পায়েল দে। পায়েলের কথায়, 'বাড়ির বড় বউ সে। পরিবারের সকলকে নিয়ে একসঙ্গে মিলিয়ে মিশিয়ে রাখা, পরিবারের সুখ শান্তি বজায় রাখার চেষ্টা করে সে। এই পরিবারের এক একজন এক এক রকমের। তাদের সকলকে এক সুতোয় বেঁধে রাখার চেষ্টা করে চলে আলো। কিন্তু কোথাও গিয়ে নিজের সত্ত্বাটা হারিয়ে ফেলতে থাকে আলো। এমনই এক সময়ে আলো নিজেকে নিজে প্রশ্ন করে যে এই বাড়ির বড় বউ হয়ে থাকাটাই কি তার একমাত্র পরিচয়? শুরু থেকেই দেখা যায় যে আলোকে তাচ্ছিল্য করা হয়, কারণ তার হাইক্লাস পড়াশোনা নেই, ইংরেজিটা সে ভাল পারে না। এই সবকিছুর মোকাবিলা করে সে কি নিজের পরিচয় গড়ে তুলতে পারবে?'
সান বাংলার ক্যামেরায় বন্দি হওয়া গৃহবধূদের মত আলো কি পারবে নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলতে? জানতে হলে চোখ রাখতে হবে প্রতিদিন রাত ৮টায়, 'কোন সে আলোর স্বপ্ন নিয়ে' ধারাবাহিকে, সান বাংলায়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।