সম্ভবত জন্মদিনে রাজনীতিতে পা দেওয়ার কথা ঘোষণা করবেন রজনীকান্ত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Nov 2017 01:46 PM (IST)
চেন্নাই: সম্ভবত ১২ ডিসেম্বর রাজনীতিতে আসার কথা পাকাপাকিভাবে ঘোষণা করবেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। ওদিন তাঁর জন্মদিন। জন্মদিনে ভক্তদের সামনে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন তিনি। রজনীর আগামী ছবি কালা ও ২.০-র শ্যুটিং শেষ। ফলে রাজনীতিতে আসতে এই মুহূর্তে তাঁর আর কোনও সমস্যা নেই। তাঁর ঘনিষ্ঠ একজন জানিয়েছেন, জন্মদিনেই এ ব্যাপারে কিছু ঘোষণা করতে চান থালাইভার, কারণ তাঁর ফ্যানদের কাছে ওই দিনটার তাৎপর্য আলাদা। রজনীর ৪০০ কোটি টাকার সায়েন্স ফিকশন ২.০ প্রজাতন্ত্র দিবসে মুক্তি পাওয়ার কথা। তার আগে জানুয়ারিতে আসার কথা ছিল কালা-র। শোনা যাচ্ছিল, কালার সুবিধে করে দিতে ২.০-র মুক্তি পিছিয়ে এপ্রিল করা হতে পারে। কিন্তু রজনী জানিয়ে দিয়েছেন, ২.০-র আগে কালা মুক্তি পাবে না। সম্ভবত এপ্রিলে তামিল নববর্ষে আসতে পারে এই ছবিটি।