চেন্নাই: ১২ ডিসেম্বর। ৭১ বছরে পা দিলেন 'সুপারস্টার' রজনীকান্ত (Rajinikanth)। এই বিশেষ দিনে তাঁকে শুভেচ্ছা জানালেন জামাই ও অপর অভিনেতা ধনুশ (Dhanush)। নিজের ট্যুইটার হ্যান্ডলে প্রিয় 'থালাইভা'-র (Thalaiva) জন্য লিখলেন মিষ্টি পোস্ট।
ট্যুইটারে এদিন ধনুশ লেখেন, 'শুভ জন্মদিন আমার থালাইভা! এক ও অদ্বিতীয় সুপারস্টাপর রজনীকান্ত স্যার... আপনাকে ভীষণ ভালবাসি।'
২০০৪ সালে ধনুশের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রজনীকান্তের বড় মেয়ে ঐশ্বর্য। তাঁদের দুই ছেলে - যাত্রা ও লিঙ্গা।
শুধু পরিবারের লোকজনই নন, সোশ্যাল মিডিয়ায় 'থালাইভা'কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরাও। ট্যুইটার ও ইনস্টাগ্রামে একাধিক ছবি, পোস্টার ও ভিডিওর মাধ্য়মে শুভেচ্ছা জানিয়েছেন তাঁরা।
প্রায় ৪০ বছরের উপরে ফিল্ম জগতে রাজত্ব করছেন থালাইভা। এর মধ্যে তিনি প্রায় ১৭০টিরও বেশি ছবিতে কাজ করেছেন। বেশিরভাগই যার মধ্যে সুপার হিট। যেমন, 'মুল্লুম মালারুম', 'বাসা', 'পড়য়াপ্পা', 'আন্নামালাই', 'মুঠু', 'জনি', 'থলপথি', 'ব্লাডস্টোন' প্রভৃতি। এছাড়া একাধিক হিন্দি ছবি তো আছেই।
গোটা এশিয়ায় সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতাদের মধ্যে দ্বিতীয় স্থানে রজনীকান্ত। প্রথম স্থানে আছেন জ্যাকি চ্যান। অভিনয় ছাড়াও তিনি স্ক্রিনপ্লে লিখেছেন, প্রযোজনা করেছেন, গানও গেয়েছেন। শুধু বিনোদন জগতই নয়, দক্ষিণ ভারতের রাজনীতিতেও তাঁর বিশেষ ঝোঁক আছে। ১৯৭৮ সালে 'বৈরভী' ছবি মুক্তির পর তামিল সিনেমার সুপারস্টার ঘোষণা করা হয় তাঁকে।
অন্যদিকে মুক্তির অপেক্ষায় ধনুশের আগামী ছবি 'অতরঙ্গি রে'। সারা আলি খান, অক্ষয় কুমারের সঙ্গে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে।