নয়াদিল্লি: রবিবার, 'ইউনিসেফ' ব্র্যান্ড অ্যাম্বাসাডার (UNICEF Brand Ambassador) হিসেবে নিজের এতদিনের সফরকে ফিরে দেখলেন অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)।
ইনস্টাগ্রামে 'ইউনিসেফ'-এর সঙ্গে নিজের সফরের একটি ভিডিও কোলাজ পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'বেশ অনেক বছর আগে আমি প্রতিজ্ঞা করেছিলাম গোটা বিশ্বের সেইসব শিশুদের সাধ্যমতো পাশে থাকব যাদের প্রয়োজন আছে এবং ২০০৬ সাল থেকে ইউনিসেফ-এর সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। এই অভিজ্ঞতা আমাকে বিভিন্নভাবে সমৃদ্ধ করেছে - বাচ্চাদের সঙ্গে দেখা করার জন্য ফিল্ড ভিসিট করা এবং তাঁদের গল্প বলা, সরকারের, প্রশাসনের সঙ্গে বিভিন্ন ধরণের আলোচনা করা, এতকিছু শেখা... ওদের সঙ্গে কাটানো সময় আমি গোটা জীবন উপভোগ করব।'
চলতি বছরে ১১ ডিসেম্বর, ৭৫ বছর পূর্ণ করল 'উইনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড' (UNICEF)। এই দিনের স্মরণে প্রিয়ঙ্কা চোপড়া লেখেন, 'ইউনিসেফ এমন একটি সংস্থা যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে শিশুদের জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছে এবং আজ তাদের ৭৫ বছর পূর্তি।' ইউনিসেফের 'ব্র্যান্ড অ্যাম্বাসাডর' হিসেবে ভারত, বাংলাদেশ, ইথিওপিয়া, জর্ডন, জিম্বাবোয়ে এবং একাধিক দেশের অসংখ্য মহিলা, শিশু ও উদ্বাস্তুদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছেন অভিনেত্রী। ২০১৯ সালে তাঁর সমাজসেবামূলক কাজের জন্য তিনি 'ড্যানি কায়ে হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড' (Danny Kaye Humanitarian Award) পান।
আরও পড়ুন: 'Mohabbat Hai' Update: দর্শকদের 'প্রেমে ফেলতে' তৈরি শাহির শেখ-হিনা খান, আসছে 'মহব্বত হ্যায়'