‘দঙ্গল’-এর তামিল ভার্সনে আমিরের হয়ে ডাব করতে অস্বীকার রজনীর!
ABP Ananda, Web Desk | 11 Dec 2016 11:14 AM (IST)
চেন্নাই: ‘দঙ্গল’-এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সিনেপ্রেমীরা। কিন্তু দক্ষিণ থেকে এই ছবির পক্ষে খুব আশাব্যঞ্জক খবর নেই। শোনা যাচ্ছে, সুপারস্টার রজনীকান্ত জানিয়ে দিয়েছেন, ‘দঙ্গল’-এর সঙ্গে তিনি কোনওভাবেই যুক্ত হতে চান না। আমির নাকি কিছুদিন আগে চেন্নাইয়ে রজনীকান্তের জন্য ছবিটির একটি স্পেশাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেন। স্ক্রিনিংয়ের পর আমির রজনীকে অনুরোধ করেন, ‘দঙ্গল’-এর তামিল ভার্সনে তাঁর চরিত্রের হয়ে ডাব করে দিতে। কিন্তু রজনী নাকি যথেষ্ট ভদ্রভাবে সেই অনুরোধ নাকচ করে দেন। আমিরের বিশ্বাস ছিল, থালাইভা এই ছবিতে কোনওভাবে যুক্ত হলে এর আবেদন আরও বেড়ে যাবে। কিন্তু রজনী তাতে কান দেননি। কেন এভাবে আমিরের অফার ফিরিয়ে দিলেন তিনি? শোনা যাচ্ছে, রজনীর ‘2.0’ ছবি ডাব করার জন্য আমিরকে প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু রাজি হননি তিনি। সম্ভবত সে জন্যই আমিরের অফারও গ্রহণ করলেন না দক্ষিণের এই প্রবাদপ্রতিম নায়ক।