ইস্তানবুল: তুরস্কে জোড়া বিস্ফোরণ। ইস্তানবুলের ফুটবল স্টেডিয়ামের বাইরে পর পর বিস্ফোরণ। জঙ্গি হানায় এখনও পর্যন্ত ২৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ২৭ জনই পুলিশ আধিকারিক। আহতের সংখ্যা অন্তত ১৬৬।
তদন্তকারীদের অনুমান, জোড়া হামলার মধ্যে একটি ছিল আত্মঘাতী। পাশাপাশি স্টেডিয়ামের গেটে দাঁড়ানো গাড়িতে হয় বোমা বিস্ফোরণ। প্রতক্ষ্যদর্শীরা গুলির শব্দও শুনতে পেয়েছেন বলে খবর।
স্থানীয় সময় শনিবার সন্ধেয় ইস্তানবুলের বেসকিটাস স্টেডিয়ামে ফুটবল খেলা ছিল। ম্যাচ শেষ হওয়ার ঘণ্টা দুয়েক বাদে রাত সাড়ে দশটা নাগাদ হঠাৎই বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। এখনও কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। প্রাথমিক তদন্তে দশ সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে চলতি বছরেই জঙ্গি সংঠন আইএস-এর হামলায় রক্তাক্ত হয়েছে তুরস্ক।
তুরস্কে স্টেডিয়ামের বাইরে বিস্ফোরণ, নিহত অন্তত ২৯
Web Desk, ABP Ananda
Updated at:
11 Dec 2016 09:04 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -