চেন্নাই: প্রায় আট বছর পর ফের ভক্তদের সঙ্গে সরাসরি দেখা করবেন দক্ষিনী সুপারস্টার রজনীকান্ত। পরবর্তী সপ্তাহে রজনীকান্ত এই সাক্ষাত্কার পর্বটি সারবেন তাঁর ভক্তদের সঙ্গে। আগামী সপ্তাহে ১৫ মে শুরু হবে সেই সাক্ষাত্কার পর্বটি, চলবে চার দিন।

রজনীকান্তের ঘনিষ্ঠ সূত্রের দাবি, অভিনেতার অন্ধ ভক্তদেরই তিনি এই চারদিনে ভাগ ভাগ করে দেখা করবেন। তবে তিনি তাঁদের কোনও কথার জবাব দেবেন না, শুধু ছবি তুলবেন।

এর আগে বহু সাক্ষাত্কারে ভক্তরা রজনীকান্তকে রাজনীতিতে যোগ দেওয়ার জন্যে আর্জি জানিয়েছেন। বহু রাজনৈতিক দলের তরফেও আবেদন জানানো হয়েছে। কারণ জনমানসে তাঁর জনপ্রিয়তা মারাত্মক। রজনীকান্তের এই দেখা হওয়ার খবর বিভিন্ন ফ্যান ক্লাবে পাঠিয়েও দেওয়া হয়েছে। এর আগে শিবাজি ছবিটি মুক্তির পর ২০০৯ সালে ভক্তদের সঙ্গে দেখা করেছিলেন রজনীকান্ত।