নয়াদিল্লি: ভারতের টি-২০ ক্রিকেটে নতুন রেকর্ড। মুম্বইয়ের মাতুঙ্গা জিমখানায় একটি টি-২০ ম্যাচে ডাবল সেঞ্চুরি করলেন এক তরুণ ব্যাটসম্যান। মাত্র ৬৭ বলে অপরাজিত ২০০ রানের ইনিংস খেললেন রুদ্র ধনদয়।  মুম্বই বিশ্ববিদ্যালয় আয়োজিত আবিস রিজভি চ্যাম্পিয়ন্স ট্রফি সুপার-৮ কলেজ টি-২০ টুর্নামেন্টে এই নজির গড়লেন রুদ্র।
টুর্নামেন্টটি মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন কর্তৃক স্বীকৃত। ভারতীয় ক্রিকেটে কোনও স্বীকৃত টুর্নামেন্টে এটাই টি-২০-তে এটাই প্রথম দ্বিশতরানে ইনিংস।
রিজভি কলেজের হয়ে ওপেন করতে নেমে রুদ্র পি ডালমিয়া কলেজের বোলিং অ্যাটাকের বিরুদ্ধে সংহারমূর্তি ধারণ করেন। তাঁর ইনিংসে ছিল ১৫ টি ছক্কা ও ২১ টি বাউন্ডারি। তাঁর ইনিংসে ভর করে রিজভি কলেজ নির্ধারিত ২০ ওভারে করে ২ উইকেটে ৩২২ রান।
মুম্বইয়ের অনুর্ধ্ব-১৯ ক্রিকেটার রুদ্র ৩৯ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। পরের ১০০ রান আসে মাত্র ২৮ বলে। রিজভি কলেজ ম্যাচে ২৪৭ রানে ডালমিয়া কলেজকে হারিয়ে দিয়েছে
এর আগে গত ফেব্রুয়ারিতে দিল্লির একটি স্থানীয় টুর্নামেন্টে মোহিত আহলওয়াত নামে এক ব্যাটসম্যান ট্রিপল সেঞ্চুরি করেছিলেন।  কিন্তু সেই টুর্নামেন্ট স্বীকৃত নয়।
বিশ্বক্রিকেটে টি-২০ সর্বাধিক ব্যক্তিগত রানের নজির রয়েছে শ্রীলঙ্কার প্রথম শ্রেণীর ক্রিকেটার ধানুকা পাথিরানার। ২০০৭-এ ল্যাঙ্কাশায়ারের স্যাডলওয়ার্থ লিগের ম্যাচে তিনি ৭২ বলে ২৭৭ রান করেন।