বিশৃঙ্খলায় জড়ালে ফ্যান ক্লাব থেকে বহিষ্কার, ভক্তদের কড়া বার্তা রজনীকান্তের
Web Desk, ABP Ananda | 25 May 2017 08:10 PM (IST)
চেন্নাই: কোনওরকম বিশৃঙ্খলায় জড়ানো চলবে না। যাঁরা নিয়ম লঙ্ঘন করবেন, তাঁদের ফ্যান ক্লাব থেকে বহিষ্কার করা হবে। ভক্তদের উদ্দেশে এমনই কড়া বার্তা দিলেন তামিল ছবির রজনীকান্ত। তিনি কোনও নির্দিষ্ট ঘটনার কথা উল্লেখ করেননি। তবে পর্যবেক্ষকরা মনে করছেন, তাঁর রাজনীতিতে প্রবেশ করা নিয়ে যেভাবে বিক্ষোভ-পাল্টা বিক্ষোভ চলছে, তাতেই ক্ষুব্ধ হয়ে ভক্তদের শান্ত থাকার বার্তা দিলেন রজনীকান্ত। ভক্তদের উদ্দেশে লেখা এক চিঠিতে রজনীকান্ত বলেছেন, ‘অল ইন্ডিয়া রজনীকান্ত ফ্যানস ওয়েলফেয়ার ক্লাবের কোনও সদস্য যদি এই সংগঠনের নিয়ম লঙ্ঘন এবং মর্যাদাহানি করেন, তাহলে তাঁর প্রাথমিক সদস্যপদ বাতিল করা হবে। সিনিয়র সদস্য ভি এম সুধাকরকে বিশৃঙ্খল সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেওয়া হচ্ছে।’ গত সপ্তাহে ভক্তদের সঙ্গে দেখা করে রাজনীতিতে যোগ দেওয়ার ইঙ্গিত দেন রজনীকান্ত। এরপর একটি কট্টরপন্থী তামিল সংগঠন এই সুপারস্টারের বিরুদ্ধে বিক্ষোভ দেখায়। রজনীকান্তের কুশপুতুলও পোড়ানো হয়। এর পাল্টা বিক্ষোভ দেখান রজনীকান্তের ভক্তরা। এরপরেই ভক্তদের বিশৃঙ্খলায় না জড়ানোর বার্তা দিলেন রজনীকান্ত।