লন্ডন: বিস্ফোরণের রেশ এখনও কাটেনি। তার মধ্যেই ফের বোমাতঙ্ক ছড়িয়ে পড়ল ম্যাঞ্চেস্টারে।

খবরে প্রকাশ, ওল্ড ট্র্যাফোর্ড সংলগ্ন একটি কলেজ থেকে বোমাতঙ্কের ফোন আসে পুলিশের সদর দফতরে। তড়িঘড়ি এক্সপ্লোসিভ অর্ডন্যান্স ডিজপোজাল (ইওডি)-কে পাঠানো হয়।

গোটা এলাকা ঘিরে ফেলে বাহিনী। পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি অভিযান চলে। গোটা চত্বরে নিরাপত্তা জোরদারও করা হয়। যদিও, কোনও বোমা মেলেনি।

মাত্র কয়েকদিন আগেই, সোমবার রাতে ম্যাঞ্চেস্টার এরিনায় আরিয়ানা গ্রান্দের শো-শেষে লিবিয়া-জাত জঙ্গি সলমন আবেদি নিজেকে উড়িয়ে দেয়। ওই ঘটনায় ২২ জনের মৃত্যু হয়, ৬৪ জন আহত হন।

সেই ঘটনার রেশ এখনও টাটকা মানুষের মনে। তার ওপর এদিনের ভুয়ো খবরে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ল।