মুক্তির সঙ্গে সঙ্গে ভাইরাল রজনীকান্তের কালা-র টিজার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Mar 2018 10:18 AM (IST)
চেন্নাই: কালা... ক্যায়সা নাম হ্যায় রে?,....এই ভাবেই শুরু রজনীকান্তের দীর্ঘ প্রতিক্ষীত ছবি কালা-র টিজার। মুক্তির সঙ্গে সঙ্গেই ভাইরাল সেই টিজার। গ্যাংস্টার রজনীকান্তকে অনস্ক্রিনে এই প্রশ্ন করেন নানা পাটেকার। আর তার জবাবও আসে স্টাইলে। তবে যে সময় টিজার মুক্তির কথা ছিল, তার কিছুক্ষণ আগেই টিজার পর্দায় প্রকাশ করে দেন রজনীকান্ত। দেখুন সেই টিজার