রজনীকান্তের টুইটার অ্যাকাউন্ট হ্যাক!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Aug 2016 11:00 AM (IST)
NEXT
PREV
চেন্নাই: সুপারস্টার রজনীকান্তের টুইটার অ্যাকাউন্টে একটা ট্যুইট দেখে আঁতকে উঠেছিলেন অনুরাগীরা। ট্যুইটটি ছিল – ‘রজনীকান্ত #হিটটুকিল’। পরে জানা যায়, এই সুপারস্টারের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। কোনও অজ্ঞাতপরিচয় ব্যক্তি এই অপকর্মটি করে ওই ট্যুইটটি করেছে।
কয়েক ঘন্টা পর রজনীকান্তের কন্যা তথা পরিচালক আর ধনুষ বাবার টুইটার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কথা জানান। একইসঙ্গে জানান, অ্যাকাউন্টটি হ্যাকারের কবলমুক্ত করা হয়েছে। অ্যাকাউন্টটি ফের চালু হয়েছে।
ওই টুইটার অ্যাকাউন্টে রজনীকান্ত কমল হাসান, আমির খান, শাহরুখ খান এবং তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কাবালি’-র পরিচালক পা রাজনাথ, প্রযোজক কালাই পুলি এস থানুর মতো ব্যক্তিত্বরা। অ্যাকাউন্টটি ফের চালু হওয়ার পর দেখা যায় যে, ওই সেলিব্রিটিরা আনফলো হয়ে গিয়েছেন।
২০১৩-র ফেব্রুয়ারিতে টুইটারে যোগ দেন রজনী। তাঁর ফলোয়ারের সংখ্যা প্রায় ৩০ লক্ষ। রজনী অবশ্য এই সোশ্যাল মিডিয়া নিয়মিত ব্যবহার করেন না। এখনও পর্যন্ত মাত্র ২৯ টি ট্যুইট করেছেন।
চেন্নাই: সুপারস্টার রজনীকান্তের টুইটার অ্যাকাউন্টে একটা ট্যুইট দেখে আঁতকে উঠেছিলেন অনুরাগীরা। ট্যুইটটি ছিল – ‘রজনীকান্ত #হিটটুকিল’। পরে জানা যায়, এই সুপারস্টারের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। কোনও অজ্ঞাতপরিচয় ব্যক্তি এই অপকর্মটি করে ওই ট্যুইটটি করেছে।
কয়েক ঘন্টা পর রজনীকান্তের কন্যা তথা পরিচালক আর ধনুষ বাবার টুইটার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কথা জানান। একইসঙ্গে জানান, অ্যাকাউন্টটি হ্যাকারের কবলমুক্ত করা হয়েছে। অ্যাকাউন্টটি ফের চালু হয়েছে।
ওই টুইটার অ্যাকাউন্টে রজনীকান্ত কমল হাসান, আমির খান, শাহরুখ খান এবং তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কাবালি’-র পরিচালক পা রাজনাথ, প্রযোজক কালাই পুলি এস থানুর মতো ব্যক্তিত্বরা। অ্যাকাউন্টটি ফের চালু হওয়ার পর দেখা যায় যে, ওই সেলিব্রিটিরা আনফলো হয়ে গিয়েছেন।
২০১৩-র ফেব্রুয়ারিতে টুইটারে যোগ দেন রজনী। তাঁর ফলোয়ারের সংখ্যা প্রায় ৩০ লক্ষ। রজনী অবশ্য এই সোশ্যাল মিডিয়া নিয়মিত ব্যবহার করেন না। এখনও পর্যন্ত মাত্র ২৯ টি ট্যুইট করেছেন।
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -