নয়াদিল্লি: আগামী বছরের ফেব্রুয়ারিতে ভারতে টেস্ট খেলতে আসছে বাংলাদেশ। ২০০০ সালে টেস্ট খেলার সুযোগ পাওয়ার পর এই প্রথম ভারতে টেস্ট খেলতে আসছে বাংলাদেশ।

 

বিসিসিআই সচিব অজয় শিরকে বলেছেন, হায়দরাবাদের রাজীব গাঁধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ৮ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত এই টেস্ট ম্যাচ হবে।

 

বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুর বলেছেন, অন্যতম সেরা টেস্ট খেলিয়ে দেশ হিসেবে বিসিসিআই-এর কর্তব্য হল সব দেশকে খেলার সুযোগ দেওয়া। সেই কারণেই বাংলাদেশের সঙ্গে এই ঐতিহাসিক টেস্ট ম্যাচ আয়োজন করা হচ্ছে।

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান বলেছেন, ভারতের মাটিতে টেস্ট খেলার জন্য তাঁদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। সাম্প্রতিক সময়ে সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটে ভারত-বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দু দেশের মানুষই উপভোগ করেছেন। এবার টেস্টেও সেই লড়াই দেখা যাবে।