মুম্বই: সঞ্জয় দত্তের জীবন নিয়ে সিনেমা হওয়ার খবর তো এখন পুরনো। নতুন খবর হল, ছবির জন্য কোনও নামই পরিচালক রাজকুমার হিরানির লাগসই মনে হচ্ছে না। তাই ছবির কলাকুশলীদের মধ্যে এক প্রতিযোগিতা শুরু করেছেন তিনি। যাঁর দেওয়া নাম হিরানির পছন্দ হবে, তাঁর জন্য রয়েছে পুরস্কার-আইফোন সেভেন।
হ্যাঁ, পরিচালক রাজকুমার হিরানি জানিয়েছেন, সঞ্জয়ের ওপর তিনি যে ছবি করতে চলেছেন, তার জন্য পছন্দসই নাম চাই। যদি কারও দেওয়া নাম তাঁর পছন্দ হয়ে যায়, তবে তাঁকে আইফোন সেভেন উপহার দেবেন তিনি।
এ বছরটা পুরো গেল একের পর এক বায়োপিকে-সে ‘দঙ্গল’, ‘এম এস ধোনি’-ই হোক বা ‘নীরজা’, ‘সর্বজিত’। আগামী বছরের শুরুতেই আসবে গুজরাতের এক কুখ্যাত মাফিয়ার জীবন নিয়ে ছবি ‘রইস’। রাজু হিরানি সঞ্জয়ের ওপর তাঁর ছবির শ্যুটিং শুরু করতে চলেছেন জানুয়ারিতে। কিন্তু ছবির আপাতত যে নাম রাখা হয়েছে, সেই ‘দত্ত’ তাঁর পছন্দ হচ্ছে না।
তাই হিরানি এখন চাইছেন, ছবির কলাকুশলীরা ভেবেচিন্তে মানানসই নামের প্রস্তাব করুন। যাঁর নাম পছন্দ হবে, তাঁর জন্য রয়েছে ৯২,০০০-এরও বেশি টাকা দামের আইফোন সেভেন। এখন ব্যাপার হল, এই প্রতিযোগিতা কিন্তু শুধু কলাকুশলীদের মধ্যে, আমার আপনার ক্রিয়েটিভিটি যতই থাকুক, এতে যোগ দিতে পারব না আমরা।
জানা গেছে, হিরানির অফিসে একটা বাক্স রাখা হয়েছে। কলাকুশলীদের বলা হয়েছে, তাঁদের পছন্দ করা নাম ওই বাক্সে ফেলতে। ছবিতে সঞ্জুবাবার ভূমিকায় অভিনয় করতে চলা রণবীর কপূর থেকে লাইটম্যান-সকলে নিজের নিজের সাজেশন রাখতে পারেন। আগামী মাসে খোলা হবে বাক্সটি, সেরা নামকে বেছে নেওয়া হবে বায়োপিকের পাকাপাকি নাম হিসেবে।
হিরানি ও বিধুবিনোদ চোপড়ার সঙ্গে সঞ্জয় দত্তও এই ছবির অন্যতম প্রযোজক। রণবীর ছাড়াও ছবিতে রয়েছেন সোনম কপূর, ভিকি কৌশল ও অক্ষয় খান্না।
সঞ্জয় দত্তের জীবন নিয়ে ছবির নামকরণে পুরস্কার: আইফোন
ABP Ananda, Web Desk
Updated at:
31 Dec 2016 01:28 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -