কলকাতা: ৬৮ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের মঞ্চে সেরার শিরোপা পেল 'বধাই দো' (Badhai Do) ছবির জন্য সেরা অভিনেতা শিরোপা পেলেন রাজকুমার রাও (Rajkumar Rao)। তারকাখচিত রেড কার্পেটে এদিন সেরা অভিনেতা হিসেবে বেছে নেওয়া হয় রাজকুমারকে, সম্মানিত করা হয় তাঁকে। অন্যদিকে এদিনই 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' (Gangubai Kathiawadi) ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান আলিয়া ভট্ট (Alia Bhatt)।
এদিন ফিল্মফেয়ারের মঞ্চে সঞ্চালনার দায়িত্বে ছিলেন সলমন খান (Salman Khan)। তারকাখচিত এই অনুষ্ঠানে হাজির ছিলেন আলিয়া ভট্ট (Alia Bhatt), অনিল কপূর (Anil Kapoor), রেখা (Rekha), জাহ্নবী কপূর (Janhvi Kapoor), নোরা ফতেহি (Nora Fatehi), ভিকি কৌশল (Vicky Kaushal), প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chateerjee) ও অন্যান্য তারকারা।
ছবিতে রাজকুমার রাও একজন পুলিশ অফিসার ও ভূমি পেডনেকর একজন পিটি শিক্ষিকার ভূমিকায় অভিনয় করেছেন। এরপর শার্দুল ঠাকুর (রাজকুমার) এবং সুমন সিংহের (ভূমি) মধ্যে যা ঘটে, তা হল গোপনীয়তা, ড্রামা এবং কমেডির ট্যুইস্ট। ভূমি পেডনেকর ((Bhumi Pednekar) ও রাজকুমার রাও ছাড়াও এই ছবিতে শিবা চড্ডা, লভলীন মিশ্র সহ একাধিক তারকাকে দেখতে পাওয়া গিয়েছিল। সমকামিতার মতো স্পর্শকাতর বিষয়কে তুলে ধরেছিল এই ছবি। মজার মোড়কে, সমাজের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছিল এই ছবি। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে মুক্তি পেয়েছিল 'বধাই দো'।
এদিন কালো ফরম্য়াল কোর্ট-প্যান্টে অনুষ্ঠানে হাজির ছিলেন রাজকুমার। প্রকাশ্যে এসেছে তাঁর পুরস্কার পাওয়ার মুহূর্তের ছবিও। সেরা অভিনেতার শিরোপা পেয়ে উচ্ছ্বসিত রাজকুমার।
অন্যদিকে, এই মঞ্চেই এদিন সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন আলিয়া। সৌজন্যে তাঁর চর্চিত ছবি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' (Gangubai Kathiawadi)। সঞ্জয় লীলা ভনশালী (Sanjay Leela Bhanshali) পরিচালিত ও প্রযোজিত এই ছবিও পেয়েছে সেরা ছবির শিরোপা। জোড়া সাফল্য আলিয়ার ঝুলিতে।
আরও পড়ুন: Aloe Vera: গরমের মরসুমে ত্বকের কী কী সমস্যা দূর করে অ্যালোভেরা? কীভাবে কাজে লাগাবেন?
আরও পড়ুন: Summer Tips: লাগবে না এসি, ফ্যানের সঙ্গে কীভাবে বরফ রাখলে ঠান্ডা হয় ঘর, জানুন সেই পদ্ধতি