মুম্বই: ‘আলিগড়’-এর নায়ক রাজকুমার রাও একতা কপূরের নয়া ডিজিটাল শো-এ নেতাজি সুভাষচন্দ্র বসুর ভূমিকায় অভিনয় করবেন। একতার বালাজি প্রোডাকশনের ব্যানারে এই ওয়েব সিরিজ নেতাজির জীবনের অজানা সব ঘটনার কথা তুলে ধরবে।
এর আগে ‘শহিদ’ ও ‘আলিগড়’-এর মত জীবনীভিত্তিক ছবিতে কাজ করেছেন রাজকুমার। জাতীয় পুরস্কার বিজেতা এই অভিনেতা জানিয়েছেন, নেতাজির জীবনের অজানা অধ্যায়ের ওপর কাজ করতে মুখিয়ে আছেন তিনি। একজন অভিনেতা হিসেবে এটা অসাধারণ সুযোগ। নেতাজির জীবনকথা তাঁকে মুগ্ধ করে দেয়।
রাজকুমার আরও বলেছেন, নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের ইতিহাসে অন্যতম রহস্যময় ও আকর্ষণীয় চরিত্র। দেশের প্রতি তাঁর ভালবাসার কথা কারও অজানা নয়। তিনি নিঃসন্দেহ, একতা কপূরের এই প্রযোজনায় দর্শক এমন কিছু দেখতে পাবেন, যা ভারতীয় পর্দায় আগে কখনও চিত্রিত হয়নি।
বিভিন্ন টিভি শো ও ছবি প্রযোজনার পর ২০১৭-র শুরু থেকে ডিজিটাল দুনিয়ায় পা রাখছেন একতা কপূর। তিনি জানিয়েছেন, ইতিহাসের অজানা ঘটনা ও ঐতিহাসিক ব্যক্তিদের জীবনে টানাপোড়েনের ছবি তাঁকে বরাবর আকৃষ্ট করে। নেতাজি এমন একটি অসামান্য চরিত্র অথচ তাঁর জীবনের বহু কথা আমাদের অজানা। ঐতিহাসিক পুরুষের সেই জীবন রহস্য উন্মোচন তাঁর এই অনুষ্ঠান।
রাজকুমার আপাতত নেতাজি চরিত্রের জন্য প্রস্তুতি নিতে ব্যস্ত।
একতা কপূরের ডিজিটাল শো-এ নেতাজির ভূমিকায় রাজকুমার রাও
ABP Ananda, Web Desk
Updated at:
06 Dec 2016 11:18 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -