শাহরুখ-সলমন আবার একসঙ্গে ছবি করতে চান তবে শর্তসাপেক্ষে
ABP Ananda, Web Desk | 06 Dec 2016 08:34 AM (IST)
মুম্বই: স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডসের মঞ্চে তাঁরা আবার ঝালিয়ে নিয়েছেন পুরনো বন্ধুত্ব। যাবতীয় তারকা লড়াই পিছনে ফেলে শাহরুখ-সলমন দু’জনেই চান ‘করণ অর্জুন’-এর দিনে ফিরে যেতে। দুই খানই জানিয়েছেন, ফের একসঙ্গে ছবি করতে তাঁরা ইচ্ছুক। যদি কোনও স্ক্রিপ্ট লেখক বুদ্ধিদীপ্ত স্ক্রিপ্ট নিয়ে আসেন আর পরিচালক যদি পছন্দ হয়, তবে তাঁদের একসঙ্গে কাজ করতে আপত্তি নেই। স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডের রাতে একসঙ্গে আবার কাজ করার সম্ভাবনা নিয়ে শাহরুখ বলেন, তাঁর আশা, ফের সলমনের সঙ্গে কাজ করার সুযোগ আসবে। তাঁদের নিয়ে একসঙ্গে কাজ করার কথা ভাববেন কেউ। আর সলমন বলেছেন, কোনও ভাল বুদ্ধিদীপ্ত স্ক্রিপ্ট এলে একসঙ্গে কাজ করা যেতেই পারে। সঙ্গে এসআরকে-র সংযোজন, পরিচালককে ধৈর্যশীল হতে হবে। সলমন একমত হয়ে বলেন, হ্যাঁ, খুব ধৈর্যশীল পরিচালক চাই। কে সেই পরিচালক হতে পারেন, জানতে চাইলে সলমনের উত্তর, তাঁদের মাথায় একজনের নাম আছে কিন্তু প্রকাশ্যে বলবেন না। শুধু করণ অর্জুন নয়, শাহরুখ-সলমনকে একসঙ্গে দেখা গেছে মাধুরী দীক্ষিতের বিপরীতে ‘হাম তুমহারে হ্যায় সনম’ ছবিতেও।