হরর সিনেমা ‘স্ত্রী’-র শ্যুটিংয়ের সময় ''আধিভৌতিক'' অনুভূতির মুখোমুখি হন শ্রদ্ধা ও রাজকুমার রাও! দাবি পরিচালকের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Aug 2018 06:04 PM (IST)
NEXT
PREV
মুম্বই : ‘স্ত্রী’ সিনেমার শ্যুটিংয়ের সময় বিভিন্ন ধরনের 'আধিভৌতিক' অনুভূতির মুখোমুখি হতে হল শ্রদ্ধা কপূর ও রাজকুমার রাওকে। এমনই দাবি করেছেন সিনেমার পরিচালক অমর কৌশিক। মধ্যপ্রদেশের একটা ছোট্ট জনপদ চান্দেরিতে শ্যুটিংয়ের সময় স্থানীয় লোকজন সিনেমা-টিমকে রাতে ওখানকার রাস্তায় শ্যুটিং না করার অনুরোধ জানান। কিন্তু টিম সে কথা না শুনে রাতে শ্যুটিং চালু রাখে। এরপর আচমকাই বিভিন্ন ধরনের অদ্ভূত ঘটনা ঘটতে শুরু করে বলে দাবি পরিচালকের। যেমন, ক্যামেরার ফোকাস পুলার ঠিকঠাক কাজ করছিল না, বিদ্যুত কখনও আসছিল, কখনও চলে যাচ্ছিল। বাল্বগুলিও সমস্যা করছিল।
কৌশিক জানিয়েছেন, ‘শ্যুটিংয়ের একদিন আগে স্থানীয় লোকজন আমাদের কাছে এসেছিলেন। তাঁরা বলেন, যে রাস্তায় শ্যুটিং হচ্ছিল সেই রাস্তা ভূতুড়ে, ওখানে কেউ যায় না’।
উল্লেখ্য, ‘স্ত্রী’ একটি হরর-কমেডি সিনেমা। সিনেমায় রাজকুমার রাও, শ্রদ্ধা কপূর ও জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে।
সিনেমার ট্রেলার দর্শকদের পছন্দ হয়েছে। সিনেমার গান মিলেগি মিলেগি-ও বেশ জনপ্রিয় হচ্ছে। আগামী ৩১ আগস্ট সিনেমাটি মুক্তি পাবে।
মুম্বই : ‘স্ত্রী’ সিনেমার শ্যুটিংয়ের সময় বিভিন্ন ধরনের 'আধিভৌতিক' অনুভূতির মুখোমুখি হতে হল শ্রদ্ধা কপূর ও রাজকুমার রাওকে। এমনই দাবি করেছেন সিনেমার পরিচালক অমর কৌশিক। মধ্যপ্রদেশের একটা ছোট্ট জনপদ চান্দেরিতে শ্যুটিংয়ের সময় স্থানীয় লোকজন সিনেমা-টিমকে রাতে ওখানকার রাস্তায় শ্যুটিং না করার অনুরোধ জানান। কিন্তু টিম সে কথা না শুনে রাতে শ্যুটিং চালু রাখে। এরপর আচমকাই বিভিন্ন ধরনের অদ্ভূত ঘটনা ঘটতে শুরু করে বলে দাবি পরিচালকের। যেমন, ক্যামেরার ফোকাস পুলার ঠিকঠাক কাজ করছিল না, বিদ্যুত কখনও আসছিল, কখনও চলে যাচ্ছিল। বাল্বগুলিও সমস্যা করছিল।
কৌশিক জানিয়েছেন, ‘শ্যুটিংয়ের একদিন আগে স্থানীয় লোকজন আমাদের কাছে এসেছিলেন। তাঁরা বলেন, যে রাস্তায় শ্যুটিং হচ্ছিল সেই রাস্তা ভূতুড়ে, ওখানে কেউ যায় না’।
উল্লেখ্য, ‘স্ত্রী’ একটি হরর-কমেডি সিনেমা। সিনেমায় রাজকুমার রাও, শ্রদ্ধা কপূর ও জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে।
সিনেমার ট্রেলার দর্শকদের পছন্দ হয়েছে। সিনেমার গান মিলেগি মিলেগি-ও বেশ জনপ্রিয় হচ্ছে। আগামী ৩১ আগস্ট সিনেমাটি মুক্তি পাবে।
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -