মুম্বই: ট্র্যাপড উচ্চ প্রশংসিত হয়েছে। এবার একটি ওয়েব সিরিজে নেতাজি সুভাষচন্দ্র বসুর ভূমিকায় অভিনয় করছেন রাজকুমার রাও। ছবির জন্য মাথা অর্ধেক কামিয়ে ফেলেছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় রাজকুমার শেয়ার করেছেন তাঁর মাথা কামানোর ফার্স্ট লুক।


এর আগে রাবতায় ৩২৪ বছরের বৃদ্ধের ভূমিকায় অভিনয় করেন রাজকুমার। অতিথি শিল্পী হিসেবে কাজ করলেও টানা ৬ ঘণ্টা ধৈর্য্য ধরে বসে মেকআপ করেন তিনি।


এই ওয়েব সিরিজে নেতাজির জাতীয় নেতা হয়ে ওঠা ও আজাদ হিন্দ ফৌজের নেতৃত্বদানের ঘটনা তুলে ধরা হবে। রাজকুমারের বান্ধবী পত্রলেখাও অভিনয় করছেন এতে।